হোম > খেলা

আক্ষেপ ঘুচাতে চান ইমন

স্পোর্টস রিপোর্টার

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সবচেয়ে সফল ছিলেন পারভেজ হোসেন ইমন। ওয়ানিন্দু হাসারাঙ্গার দারুণ একটি গুগলিতে বোল্ড হওয়ার আগে খেলেন ৬৭ রানের ইনিংস। সেই ইনিংসকে আরও বড় করতে না পারায় আক্ষেপ হচ্ছে বাঁহাতি ব্যাটার। সে আক্ষেপ ঘুচাতে শেষ ওয়ানডেতে আরও বড় ইনিংস খেলতে চান তিনি।

প্রথম ২ ওয়ানডে শেষে ১-১ সমতায় আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শেষ একদিনের ম্যাচে মঙ্গলবার (৮ জুলাই) দুপুর তিনটায় মুখোমুখি হবে দুই দল। আসন্ন ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে আসেন ইমন। সেখানেই নিজের ব্যাটিং নিয়ে কথা বলেন এই তরুণ ওপেনার।

ইমন বলেন, ‘সবশেষ ম্যাচে আমি বেশিক্ষণ ব্যাট করতে পারিনি। আউট হওয়ার পর আমার অপরাধবোধ হচ্ছিল। কারণ আমি উইকেটে সেট ছিলাম এবং সেখানে ব্যাট করার জন্য ভালো ছিল। সেদিন আমি সেঞ্চুরি করতে পারতাম। এটা করতে না পেরে আমার খারাপ লেগেছে। সে ম্যাচে হৃদয় ভাইও দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। আমরা এটা নিয়ে কথা বলেছি। যদি আমরা সেট হয়ে যায়, তাহলে লম্বা ইনিংস খেলতে হবে। আমাদের ধারাবাহিক থাকতে হবে। যদি শুরুতেই আমরা রান করতে পারি এবং ধারাবাহিক থাকি তাহলে সেটা দলের জন্য ভালো হবে।’

ইমন আরও বলেন, ‘আমি সব সময় পরিস্থিতি বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী ব্যাট করি। আমি সব সময় আমার স্বাভাবিক ব্যাটিং করার চেষ্টা করি। শেষ ম্যাচের জন্য আমি কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করিনি। পাল্লেকেল্লেতে এর আগে যারা খেলেছে তাদের সাথে কথা বলেছি। সবাই বলেছে এখানে ব্যাটাররা সুবিধা পায়। ভালো একটা শুরু পেলে আমি বড় ইনিংস খেলার চেষ্টা করব।’

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা