হোম > খেলা

আক্ষেপ ঘুচাতে চান ইমন

স্পোর্টস রিপোর্টার

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সবচেয়ে সফল ছিলেন পারভেজ হোসেন ইমন। ওয়ানিন্দু হাসারাঙ্গার দারুণ একটি গুগলিতে বোল্ড হওয়ার আগে খেলেন ৬৭ রানের ইনিংস। সেই ইনিংসকে আরও বড় করতে না পারায় আক্ষেপ হচ্ছে বাঁহাতি ব্যাটার। সে আক্ষেপ ঘুচাতে শেষ ওয়ানডেতে আরও বড় ইনিংস খেলতে চান তিনি।

প্রথম ২ ওয়ানডে শেষে ১-১ সমতায় আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শেষ একদিনের ম্যাচে মঙ্গলবার (৮ জুলাই) দুপুর তিনটায় মুখোমুখি হবে দুই দল। আসন্ন ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে আসেন ইমন। সেখানেই নিজের ব্যাটিং নিয়ে কথা বলেন এই তরুণ ওপেনার।

ইমন বলেন, ‘সবশেষ ম্যাচে আমি বেশিক্ষণ ব্যাট করতে পারিনি। আউট হওয়ার পর আমার অপরাধবোধ হচ্ছিল। কারণ আমি উইকেটে সেট ছিলাম এবং সেখানে ব্যাট করার জন্য ভালো ছিল। সেদিন আমি সেঞ্চুরি করতে পারতাম। এটা করতে না পেরে আমার খারাপ লেগেছে। সে ম্যাচে হৃদয় ভাইও দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। আমরা এটা নিয়ে কথা বলেছি। যদি আমরা সেট হয়ে যায়, তাহলে লম্বা ইনিংস খেলতে হবে। আমাদের ধারাবাহিক থাকতে হবে। যদি শুরুতেই আমরা রান করতে পারি এবং ধারাবাহিক থাকি তাহলে সেটা দলের জন্য ভালো হবে।’

ইমন আরও বলেন, ‘আমি সব সময় পরিস্থিতি বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী ব্যাট করি। আমি সব সময় আমার স্বাভাবিক ব্যাটিং করার চেষ্টা করি। শেষ ম্যাচের জন্য আমি কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করিনি। পাল্লেকেল্লেতে এর আগে যারা খেলেছে তাদের সাথে কথা বলেছি। সবাই বলেছে এখানে ব্যাটাররা সুবিধা পায়। ভালো একটা শুরু পেলে আমি বড় ইনিংস খেলার চেষ্টা করব।’

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার