নিষিদ্ধ জুয়ার অ্যাপে বিজ্ঞাপন প্রচার ও অর্থপাচার মামলায় ভারতের সাবেক দুই ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার সম্পদ জব্দ করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ধাওয়ান ও রায়নার মালিকানাধীন মোট ১১ কোটি ১৪ লাখ রুপির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
এর আগে জুয়া সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম ওয়ানএক্সবেটের সঙ্গে সম্পৃক্ত অর্থপাচার তদন্তে ধাওয়ানকে তলব করেছিল ইডি।