হোম > খেলা

শৃঙ্খলা ভঙ্গ করে শান্তি পেল মোহামেডান, আবাহনী ও কিংস

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে মাঠে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জরিমানা হয়েছে মোহামেডান, আবাহনী ও বসুন্ধরা কিংসের। ফুটবলার সোহেল রানা, মোহামেডানের দর্শক আওলাদ হোসেন (ইমাম) ও কিংসের সাপোর্টিং স্টাফ তামিম শিকারীকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি জরিমানা করা হয়েছে। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১২ এপ্রিল বসুন্ধরা কিংস অ্যারেনায় কিংস ও মোহামেডানের ম্যাচের বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করে। কিংসের জরিমানা হয় ১ লাখ টাকা। গত ২৬ এপ্রিল কুমিল্লায় ভাষাসৈনিক ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ও মোহামেডানের ম্যাচে ঘটনার জন্য মোহামেডানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই ভেন্যুতে গত ২ মে মোহামেডান ও বাংলাদেশ পুলিশ এফসি ম্যাচে অবৈধভাবে মাঠে প্রবেশ করে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ধাক্কা ও মারতে তেড়ে যাওয়ায় মোহামেডানের সমর্থক মো. আওলাদ হোসেনকে (ইমাম) এক বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি মোহামেডানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিংসের সহকারী কোচ মো. মাহবুব হোসেন রক্সিকে দর্শানোর কথা বলা হয়েছে। ম্যাচ কমিশনারের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কা দেওয়ায় তাকে কারণ দর্শাতে বলা হয়েছে সাদউদ্দিনকে।

কিংসের ফুটবলার সোহেল রানাকে লাল কার্ডের প্রেক্ষিতে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। সাপোর্টিং স্টাফ তামিম শিকারীকে মাঠে ছয় মাসের নিষেধাজ্ঞা ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর কিংসকে ১ লাখ টাকা জরিমানা মুখে পড়েছে। আবাহনীকেও ১ লাখ টাকা জরিমানা হয়েছে।

পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত

আল নাসর জয়, হাজারের আরো কাছে রোনালদো

শুরুতেই ভুটানের জালে বাংলাদেশের গোলবন্যা

বিকল্প টুর্নামেন্ট প্রতিযোগিতামূলক করার আশায় বিসিবি

মেলবোর্নের নতুন রাণী রাইবাকিনা

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’