হোম > খেলা

মুশফিক-মাহমুদউল্লাহর জন্য বদলে গেল নিলামের আইন!

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দুই নক্ষত্র মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনই এসে দাঁড়িয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। তরুণদের খেলা টি-টোয়েন্টিতেও তাই কমছে তাদের কদর। যেটার প্রভাব দেখা গেল বিপিএল নিলামে। নিলামের আইনই বদলে গেল দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের জন্য। অবশ্য এটাকে আইন বদল না বলে একদিকে সম্মান প্রাপ্তিও বলা যায়।

নিলামে ক্যাটাগরি 'বি'-তে প্রথম রাউন্ডের ডাকে অবিক্রিত থাকেন মুশফিক-মাহমুদউল্লাহ। দ্বিতীয় রাউন্ডের ডাকে অবশ্য বিক্রি হলেও নিলামের আইন বদলে ফেলতে হয়েছে। নিয়মানুযায়ী, অবিক্রিত ক্রিকেটারকে পরবর্তী রাউন্ডে পুনরায় বিক্রির জন্য উঠলে তার ক্যাটাগরি অবনমন হবে, পরের ক্যাটাগরির ভিত্তিমূল্যে ডাক উঠবে।

আইন অনুযায়ী ক্যাটাগরি 'বি'-তে ৩৫ লাখ ভিত্তিমূল্য থেকে অবনমিত হয়ে ক্যাটাগরি 'সি' তে ২২ লাখ টাকার ভিত্তিমূল্যে দ্বিতীয় রাউন্ডে তাদের নিলামে তোলার কথা। তবে নিলাম ঘরে রংপুর রাইডার্সের কর্ণধার ইশতিয়াক সাদেকের প্রস্তবনায় বদলে গেছে আইন। যেটা অবাক করেছে সকলকে।

দ্বিতীয়বার মুশফিক-রিয়াদের ডাক ওঠার পর সকল ফ্রাঞ্চাইজির উদ্দেশ্যে ইশতিয়াক সাদেক বলেন, 'মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ দীর্ঘদিন ধরে সুনামের সাথে জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন। ওনাদের দুজনের সম্মানের কথা ভেবে ভিত্তিমূল্য অপরিবর্তিত রেখে দ্বিতীয় রাউন্ডে ওনাদেরকে নিলামে তোলার প্রস্তাব করছি। আশা করছি আপনারা সবাই এই প্রস্তাবে সম্মতি দিবেন।'

ইশতিয়াক সাদেকের এমন মানবিক প্রস্তাবে সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছেন সবাই। 'বি' ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় মাহমুদউল্লাহকে কিনেছে ইশতিয়াক সাদেকের দল রংপুর রাইডার্স। একই ভিত্তিমূল্যে রাজশাহী ওয়ারিয়র্স কিনেছে মুশফিকুর রহিমকে। 

মুশফিক-মাহমুদউল্লাহ, দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন। মুশফিক ২০২২ সালে, মাহমুদউল্লাহ ২০২৪ সালে। টোয়েন্টি-২০ ক্রিকেটে দুজনের রান ৬ হাজারের ঘরে, মুশফিক ২৮৮ ম্যাচে ৬০০৪ রান, মাহমুদউল্লাহর রান ৩৪৮ ম্যাচে ৬২৭৭।

বিপিএলের শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় তামিমের (১১৮ ম্যাচে ৩৮৩৫) পরের স্থানটি মুশফিকুর রহিমের (১৪০ ম্যাচে ৩৫.৪৬ গড় এবং ১৩১.৫২ স্ট্রাইক রেটে ৩৪৪৬ রান)। শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় সেখানে ৪র্থ স্থানে আছেন মাহমুদউল্লাহ ( ১৩৩ ম্যাচে ২৪.৫৬ গড় এবং ১১৯.৬৫ স্ট্রাইক রেটে ২৭৭৬ রান)। 

ফের হোঁচট রিয়ালের, পয়েন্ট তালিকায় শীর্ষে বার্সা

টিভির পর্দায় নারী বিগ ব্যাশের লড়াইসহ আরও যত ম্যাচ

রোনালদোতে পরাস্ত রোবট গোলরক্ষক

আর্সেনালকে রুখল দশ জনের চেলসি

রোহিত-কোহলির ম্যাচে জয় ভারতের

দ্বিতীয় ম্যাচে জিল্লুরের প্রথম সেঞ্চুরি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্রীড়া সাংবাদিক জহিরের

চীনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

বুলবুলের বক্তব্যের প্রতিবাদ জানাল মোহামেডান

নাঈম ১ কোটি ১০ লাখে চট্টগ্রামে, লিটনের ৭৫, অবিক্রিত মাহমুদউল্লাহ-মুশফিক