এবারের ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি পেয়েছেন আরিনা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ। নারী ও পুরুষ এককের দুই চ্যাম্পিয়ন বেলারুশ ও স্পেনের দুই তারকা আয় করেছেন ৫০ লাখ মার্কিন ডলার করে।
বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১ কোটি টাকা। কিন্তু সাবালেঙ্কা ও আলকারাজ পুরো টাকা অ্যাকাউন্টে নিয়ে ঘরে ফিরতে পারেননি। প্রাইজমানির প্রায় এক-তৃতীয়াংশই কর হিসেবে কেটে নিয়েছে যুক্তরাষ্ট্রের কর বিভাগ। চ্যাম্পিয়নরা প্রত্যেকে কর দিয়েছেন ১৮.৫ লাখ ডলার করে। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ২৩ কোটি টাকা।
আর কোচ, এজেন্ট, সাপোর্ট স্টাফ ও ভ্রমণ মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২০ লাখ ডলার (প্রায় ২৪ কোটি টাকা)। তার মানে ৩০ লাখ ডলার (প্রায় ৩৭ কোটি টাকা) নিয়ে যুক্তরাষ্ট্র ছেড়েছেন আলকারাজ-সাবালেঙ্কারা।