হোম > খেলা

পেদ্রোকে ধাক্কা মেরে যা বললেন এনরিকে

স্পোর্টস ডেস্ক

ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফরাসি ক্লাব পিএসজিকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। ফাইনাল শেষে সমালোচনা হচ্ছে পিএসজি কোচ লুইস এনরিকেকে নিয়ে। ম্যাচ শেষে চেলসি স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে ধাক্কা দেন তিনি। এ নিয়ে সমালোচনার মুখে সংবাদ সম্মেলনে ব্যাপারটি নিয়ে কথা বলেন। সেখানে তিনি জানান, পরিস্থিতি শান্ত করার চেষ্টায় পেদ্রোকে সরাতে যান।

ম্যাচ শেষে পিএসজি ও চেলসির খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাটি পুরোটাই দেখা গেছে টিভি পর্দায়। সেখানে দেখা যায়, পেদ্রোর মুখে ধাক্কা দেন এনরিকে। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন চেলসির এই স্ট্রাইকার।

ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে লুইস এনরিকে বলেন, ‘আমাদের সবার জন্য সেটা খুবই চাপের মুহূর্ত ছিল। এটা এড়ানো প্রায় অসম্ভব ছিল। সবার সংঘর্ষে জড়িয়ে পড়াটাই ছিল স্বাভাবিক। যদিও এটাকে আদর্শ বলার উপায় নেই। তবে ম্যাচের চাপ থেকেই এমনটা হয়েছে। চেলসির কোচও এই সংঘর্ষে ছিল। খেলোয়াড়কে আলাদা করার জন্য তাকেও ধাক্কা দিতে হয়েছে। আমি জানি না কিভাবে কি হয়েছে।’

এনরিকে জানান, ফুটবলারদের আলাদা করতেই তিনি পেদ্রোকে ধাক্কা দিয়েছেন জানিয়ে বলেন, ‘ তবে এটা এমন এক পরিস্থিতি ছিল যা আমাদের সবারই এড়িয়ে যাওয়া উচিত ছিল। আমার উদ্দেশ্য ছিল ফুটবলারদের ভীড় থেকে আলাদা করা। যেন পরিস্থিতি আরো খারাপ না হয়। এটা আমাকে বলতেই হবে।’

শিরোপা জিততে না পারলেও নিজেদের পরাজিত মনে করছেন না এনরিকে, ‘আমরা রানার্সআপ হয়েছি। এটাকে পরাজিত বলা যাবে না। পরাজিত কেবল তারাই যারা হাল ছেড়ে দেয়। এমন পর্যায়ের ফুটবলে পরাজিত বলতে আসলে কিছু নেই।’

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই