বিশ্বকাপ বাছাই
দারুণ ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে পেলেন জোড়া গোলের দেখা। তার ডাবল গোলে ইউক্রেনকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে ফ্রান্স। বিশ্বকাপ বাছাই পর্বের এ ম্যাচে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলকে পৌঁছে গেছেন বিশ্বকাপ জয়ী এ সুপারস্টার। বৃহস্পতিবার রাতে দাপুটে এ জয়ে কোচ দিদিয়ের দেশমের শিষ্যরা কেটেছেন ২০২৬ বিশ্বকাপের টিকিট।
এমবাপ্পের জোড়া গোলের সঙ্গে গোল পেয়েছেন মাইকেল ওলিসে ও হুগো একিতিকে। প্রথমার্ধে ইউক্রেনের গোলবার সুরক্ষিত রাখেন গোলরক্ষক আনতোলি ট্রুবিন। এমবাপ্পে-বারকোলাদের একের পর এক গোল প্রচেষ্টা রুখে দেন তিনি। কিন্তু রক্ষণকে দ্বিতীয়ার্ধে আর জমাট রাখতে পারেনি ইউক্রেন। ম্যাচের ৫৩ মিনিটে ম্যাচে ফরাসিরা লিড নেয় এমবাপ্পের গোলে। ওলিসেকে বাজেভাবে ট্যাকল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান ফ্রান্সের পক্ষে। পানেনকা শটে নির্ভুল নিশানায় লক্ষ্য ভেদ করেন এমবাপ্পে।
সতীর্থের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাঁ পায়ের শটে ৭৬ মিনিটে গোল ব্যবধান ২-০ তে বাড়িয়ে দেন ওলিসে। ৮৮ মিনিটে এমবাপের সঙ্গে বল বিনিময় করে নিচু শটে জালে বল জড়ান বদলি হিসেবে খেলা একিতিকে। ৭ মিনিট বাদে নিজের জোড়া গোল পূর্ণ করেন এমবাপ্পে।