হোম > খেলা

পেস ঝড়ে রহিমের ৬, জায়েদের ৫ উইকেট

এনসিএল

স্পোর্টস রিপোর্টার

আবদুর রহিম একাই নিয়েছেন ৬ উইকেট

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনে মাঠে আধিপত্য বিস্তার করেছেন বোলাররা। রাজশাহীর তরুণ পেসার আবদুর রহিম একাই শিকার করেছেন ৬ উইকেট। আর সাত বছরের বিরতি শেষে ফাইফারের দেখা পেয়েছেন সিলেটের আবু জায়েদ।

রাজশাহীতে রংপুরের বিপক্ষে কোনো উইকেট না হারিয়ে ১২ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছে রাজশাহী। প্রথম ইনিংসে ১০ রানে এগিয়ে থাকায় রাজশাহী দ্বিতীয় দিন শেষে রাজশাহীর লিড দাঁড়িয়েছে ২২ রান। তার আগে কোনো উইকেট না খুইয়ে ৩৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে রংপুর প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৫৮ রানে। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচেই রাজশাহীর আবদুর রহিম ৭২ রানে পেয়েছেন ৬ উইকেট। রংপুরের জার্সিতে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৪ রান এনে দিয়েছেন ওপেনার আবদুল্লাহ আল মামুন।

বগুড়ায় চট্টগ্রামকে প্রথম ইনিংসে ১১০ রানে থামিয়ে ১৪৫ রানে এগিয়ে থাকে সিলেট। দ্বিতীয় দিন শেষে লিডটা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের পুঁজি গড়েছে সিলেট। সিলেটের পেসার আবু জায়েদ ৩৭ রানে নেন ৫ উইকেট। সিলেটের দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক জাকির হাসান (৬১) ও অমিত হাসান (৫৮*)।

কক্সবাজারে ৭ উইকেটে ২৪৬ রান নিয়ে দিন শুরু করা ঢাকা অলআউট হয়েছে ২৭৩ রানে। প্রতিপক্ষ বরিশাল দ্বিতীয় দিনটা শেষে ৫ উইকেটে করেছে ২৪৩ রান। ওপেনার ইফতিখার হোসেন ব্যাট থেকে আসে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৮। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে মোহাম্মদ আবদুল্লাহও হাঁকিয়েছেন ফিফটি (৫৫)।

রাজশাহীতে ৬ উইকেটে ৩২৮ রানে দিনের খেলা শুরু করে খুলনার প্রথম ইনিংস থেমেছে ৩৮৭ রানে। প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৭০ রান সংগ্রহ করেছে ময়মনসিংহ। ওপেনার মোহাম্মদ নাঈম যোগ করেন ৫৭ রান। আজিজুল হাকিম অপরাজিত রয়ে গেছেন ৪৮ রানে।

শিরোপা জিততে বাংলাদেশের চাই ১২৬ রান

টেস্টের ২৫ বছরে ২৫ নম্বর জয়

ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়েছেন শান্ত

মিরপুর টেস্টে যত রেকর্ড

যেখানে সবাইকে ছাড়িয়ে তাইজুল

মুথুস্যামি ১০৯, ইয়ানসেন ৯৩, প্রোটিয়াদের দাপটের দিন

সাইফউদ্দিন-মাহিদুলকে ফিরিয়ে টি-টোয়েন্টি দল

৬ আন্তর্জাতিক ইভেন্টে ৫ পদক, কাবাডিতে সম্ভাবনার আলো

মুশফিক বললেন, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং

২১৭ রানের বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ