হোম > খেলা

জুভেন্টাসের বিপক্ষে খেলবেন এমবাপ্পে?

স্পোর্টস ডেস্ক

অসুস্থতার কারণে চলমান ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তাকে ছাড়াই শেষ ষোলতে পা রেখেছে লস ব্লাঙ্কোসরা। শেষ আটে উঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত একটায় জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আসন্ন ম্যাচে এমবাপ্পের খেলার সম্ভাবনা বেশি।

জ্বরের কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে খেলতে পারেননি এমবাপ্পে। এরপর পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ফরাসি তারকার অনুপস্থিতিতে পাচুকা ও আরবি সালজবুর্গকে হারিয়েছে রিয়াল। ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে নকআউটে পা রাখে মাদ্রিদের ক্লাবটি।

জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে আশার কথা শুনিয়েছেন রিয়ালের প্রধান কোচ জাবি আলোনসো। নিশ্চিত না করলেও রাউন্ড অব সিক্সটিনে তারকা ফরওয়ার্ডকে যে খেলাবেন সে ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। সেই সঙ্গে আক্রমণভাগ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন বায়ার লেভারকুজেনের সাবেক এই কোচ।

জুভেন্টাসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আলোনসো বলেন, ‘আমাদের অবশ্যই এমবাপ্পেকে দরকার। ভিনিসিয়াস আরও ভালোভাবে শুরু করতে পারে। এমবাপ্পে প্রত্যাবর্তনের আরও কাছে অবস্থান করছে। তাদের দুইজনই অসাধারণ ব্যক্তিগত গুণাবলীর অধিকারী। কিন্তু মাঠে তাদের মিলিত হয়ে খেলতে হবে।’

প্রতিবেদনে এমএস জানিয়েছে, গত শুক্রবার (২৭ জুন) পাম বিচে রিয়ালের দলীয় অনুশীলনে উপস্থিত ছিলেন এমবাপ্পে। অনুশীলনে বেশ প্রাণ চঞ্চল দেখা গেছে বিশ্বকাপ জয়ী ফুটবলারকে। জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামার আগে আরও তিনটি অনুশীলন সেশন পাবেন এমবাপ্পে।

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার