হোম > খেলা

ইউনাইটেডের জালে নিউক্যাসলের গোল উৎসব

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

দু:সময় যেন কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। ছন্নছাড়া পারফরম্যান্সে কারণে জিততেই ভুলে যাচ্ছে রুবেন আমোরিমের শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে রোববার (১৩ এপ্রিল) দিবাগত রাতে নিউক্যাসলের কাছে ৪-১ গোলের বড় ব্যবধান হেরেছে ইংল্যান্ডের সফলতম ক্লাবটি।

সেন্ট জেমস পার্কে ১-১ সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। নিজেদের চেনা আঙিনায় ম্যাচের ২৪তম মিনিটে সান্দ্রো টোনালির গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ১৩ মিনিট পর ইউনাইটেডকে ম্যাচে ফেরান আলেসান্দ্রো গার্নাচো। দ্বিতীয়ার্ধে সফরকারীদের চেপে ধেরে নিউক্যাসল। এই অর্ধে তিনবার জালের দেখা পায় তারা। জোড়া গোল করেন হার্ভি বার্নস৷ ৪৯ এবং ৬৪ মিনিটে স্কোরশিটে নাম লিখান তিনি। ৭৭ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন ব্রুনো গিমারেস।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকল ইউনাইটেড। লিগে নটিংহাম ফরেস্টের কাছে হারার পর ম্যানসিটির সঙ্গে ড্র করেছিল তারা। এরপর উয়েফা ইউরোপা লিগে লিও'র সঙ্গে ড্র করে। সবশেষ লিগ ম্যাচে ইউনাইটেডকে হারিয়ে সেরা চারে উঠেছে নিউক্যাসল। ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। ইউনাইটেডের অবস্থান ১৪ নম্বরে। রেড ডেভিলদের সংগ্রহ ৩৮ পয়েন্ট।

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই