দুর্দান্ত ফর্মে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। মাঠের লড়াইয়ে ছড়িয়ে যাচ্ছেন দ্যুতি। বল দখল, ড্রিবলিং, নিখুঁত পাস আর গোল স্কোরিংয়ে নিজের দক্ষতার প্রমাণ রেখে যাচ্ছেন। ছন্দটা ধরে রেখে রিয়াল মাদ্রিদের জার্সিতে চলতি মৌসুমে খেলে ফেলেছেন ২৫টি ম্যাচ। প্রিয় ক্লাবের একটি ম্যাচে ছিলেন শুধু দর্শক হয়ে। তবে মাঠে থেকে প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন বিশ্বকাপ জয়ী এ ফরাসি তারকা।
ক্লাবের প্রাণভোমরার মাঠের পারফরম্যান্সে খুশি কোচ, সতীর্থ থেকে কর্তৃপক্ষ। আনন্দে উদ্বেলিত ভক্ত-সমর্থকরাও। ব্যাপারটা এখানেই শেষ নয়, বেজায় খুশি এমবাপ্পে নিজেও। সবাইকে খুশি করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনেছেন এমবাপ্পে। পড়ে গেছেন চোটের ফাঁদে। ইনজুরি যে পিছু নিচ্ছে। ব্যাপারটা টের পেয়েছিলেন আগেই। কেননা, স্প্যানিশ লিগে সবশেষ কয়েকটি ম্যাচ খেলেছেন হাঁটুতে অস্বস্তি নিয়ে। রিয়ালের মেডিকেল টিম বিষয়টাকে হালকাভাবে নিয়েছিল। চিন্তার ভাঁজ দেখা যায়নি এমবাপ্পের কপালেও।
শেষে যখন দৌড়ের গতি বাড়াতে পারছিলেন না, তখন বিপদটা টের পেতে আর অসুবিধা হয়নি। শেষে বুধবার বাঁ হাঁটুর এমআরআই করতে বাধ্য হন। তাতেই ধরা পড়ে, এমবাপ্পের হাঁটু মচকে গেছে। কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এমবাপ্পের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমনটা জানিয়েছে এএফপি ও লেকিপ।
আগামী রোববার নিজেদের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে দর্শক হয়ে থাকবেন এমবাপ্পে। ৭ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠেয় স্প্যানিশ সুপার কাপেও তাকে দলে পাবেন না কোচ জাবি আলোনসো। পরে আগামী ১৭ জানুয়ারি লিগে লেভান্তের বিপক্ষে ও ২১ জানুয়ারি মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও এমবাপ্পে হয়ে পড়েছেন অনিশ্চিত।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের ৫২ গোলের ৫৫.৭ শতাংশ গোলই উপহার দিয়েছেন এমবাপ্পে। এখন পর্যন্ত পেয়েছেন ২৯ গোল। চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের সর্বোচ্চ গোল স্কোরার তিনি। লা লিগাতে এ মৌসুমে তার চেয়ে বেশি গোল কেউ করতে পারেননি।