হোম > খেলা

রোনালদোতে পরাস্ত রোবট গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক

কম তো নয়! গত ফেব্রুয়ারিতেই বয়সটা পেরিয়ে গেছে ৪০-এর কোঠা। কিন্তু ৪১-এর কাছাকাছি এসেও ক্রিশ্চিয়ানো রোনালদো যেন চিরসবুজ তরুণ! দুর্দান্ত খেলে পেয়ে যাচ্ছেন গোলের পর গোল। অথচ এ বয়সে তো অবশ্যই, তার আগেও অনেকে ফুটবল ক্যারিয়ারকে গুডবাই জানিয়ে দেন।

বর্ণিল ফুটবল ক্যারিয়ারে এরই মধ্যে সিআর সেভেন পেয়ে গেছেন ৯৫৪ গোল। রোনালদোর লক্ষ্য এখন হাজার গোলের মাইলফলক স্পর্শ করা। এই পর্তুগিজ ফুটবল মহাতারকা ফুটবলপ্রেমীদের মাতিয়ে যাচ্ছেন প্রায় দুই যুগ ধরে। ক্যারিয়ারে বিশ্বের নামকরা গোলরক্ষকদের পরাস্ত করেছেন হাসিমুখে। আল নাসরের এই মেগাস্টারের গোল স্কোরিং দক্ষতার কাছে এবার ধরাশায়ী হলো রোবট গোলরক্ষকও। যার চোখ কি না এর আগে কেউ ফাঁকি দিতে পারেননি। সেই দুঃসাধ্যই সাধন করে দেখিয়েছেন রোনালদো!

সবশেষ ফিফা উইন্ডোতে পর্তুগালের প্রতিনিধিত্ব করতে জাতীয় দলের সঙ্গে ছিলেন রোনালদো। সে সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি রোবট গোলরক্ষককে মোকাবিলা করেছিলেন রোনালদো। ইউটিউবে এক ভিডিওতে নির্মাতা মার্ক রোবার রোবটটিকে অভিহিত করেন ‘অপরাজেয় রোবট’ হিসেবে। সেই ভিডিওতে রোবটটিকে মোকাবিলা করতে দেখা গেছে পর্তুগালের এই সুপারস্টারকে।

রোবটের নির্মাতা রোবার রোনালদোকে মজা করে বলেন, ‘ক্রিশ্চিয়ানো (রোনালদো) আমি তোমার সঙ্গে ৫০ লাখ সাবস্ক্রাইবার বাজি ধরছি, তুমি গোল করতে পারবে না।’ পরে রোবার নিজে গোলরক্ষকের পজিশনে দাঁড়ান। রোনালদো প্রতিটি শটে তাকে বোকা বানিয়ে গোল আদায় করেন।

রোবট এতটা দ্রুতগতিতে নিজের অবস্থান বদল করছিল যে, তা দেখে রোনালদো অবাক হয়ে যান। গোলরক্ষকরা পেনাল্টি রুখতে ভুল দিকে ঝাঁপিয়ে পড়লেও রোবটটি এই ভুল কখনো করেনি, যা দেখে বিস্ময় কণ্ঠে রোনালদো বলে উঠেনÑ‘খুই দ্রুতগতিসম্পন্ন!’

শুরুতে অবশ্য রোবটের বিপক্ষে পেরে উঠছিলেন না রোনালদো। তার নেওয়া বাঁ পায়ের একের পর এক শট রুখে দিচ্ছিল রোবটটি। রোনালদোর একটি শট আঘাত হানে রোবটটির মুখেও। কিন্তু রোনালদো যেন ব্যর্থতার গল্প লিখে যাচ্ছিলেন। তবে ডান পায়ের শটে সাফল্য পান রোনালদো। ডান পাশের টপ কর্নার দিয়ে রোনালদোর ক্ষিপ্রগতির শট জড়ায় জালে। শটটি ঠেকাতে পারেনি রোবটটি। বলের গতির কাছে হার মেনেছে এটি।

টিভির পর্দায় নারী বিগ ব্যাশের লড়াইসহ আরও যত ম্যাচ

আর্সেনালকে রুখল দশ জনের চেলসি

রোহিত-কোহলির ম্যাচে জয় ভারতের

দ্বিতীয় ম্যাচে জিল্লুরের প্রথম সেঞ্চুরি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্রীড়া সাংবাদিক জহিরের

চীনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

বুলবুলের বক্তব্যের প্রতিবাদ জানাল মোহামেডান

নাঈম ১ কোটি ১০ লাখে চট্টগ্রামে, লিটনের ৭৫, অবিক্রিত মাহমুদউল্লাহ-মুশফিক

আইপিএল থেকে অবসর নিয়ে কলকাতার ‘পাওয়ার কোচ’ রাসেল

সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টির দলে ফিরলেন শামীম