হোম > খেলা

হেলসের সেঞ্চুরিতে হেসেখেলে জিতল রংপুর

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের নবম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। উত্তর বঙ্গের দলটির জয়ের দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন অ্যালেক্স হেলস।

আগে ব্যাট করে স্কোরবোর্ডে ২০৫ রান জড়ো করে সিলেট। জবাবে ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর। দলকে জেতানোর পথে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন হেলস। ৫৬ বলে ১০ চারের পাশাপাশি ৭টি ছয় মারেন ইংলিশ ব্যাটার। এটা এবারের বিপিএলের তৃতীয় শতক। এর আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরে পা রাখেন উসমান খান ও থিসারা পেরেরা।

রংপুরের হয়ে ৪৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৮০ রান করেন সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে হেলস ও সাইফ মিলে গড়েন ১৮৬ রানের জুটি। বিপিএলের ইতিহাসে এটা চতুর্থ সর্বোচ্চ জুটি। রংপুরের পতন হওয়া দুটি উইকেটই নেন তানজিম হাসান সাকিব।

এর আগে রনি তালুকদার ও জাকির আলির ফিফটিতে রান পাহাড়ে চড়ে সিলেট। শেখ মাহেদি হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৫৪ রানের ইনিংস খেলেন রনি। এই ওপেনারের ৩২ বলের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ৩ ছয়ের মারে।

৩৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন জাকির। কোনো অংশ কম যাননি অ্যারন জোন্স ও জাকের আলি। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন তারা। ১৯ বলে ৩৮ রান করেন জোন্স। জাকেরের ব্যাট থেকে আসে ২০ রান। মাত্র ৫ বল খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। রংপুরের হয়ে ৩১ রানের বিনিময়ে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া মাহেদি ও আকিফ জাভেদের শিকার ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ২০৫/৪ (২০ ওভার)

রনি ৫৪, জাকির ৫০

সাইফুদ্দিন ২/৩১

রংপুর রাইডার্স: ২১০/২ (১৯ ওভার)

হেলস ১১৩*, সাইফ ৮০

তানজিম সাকিব ২/২৩

ফল: রংপুর ৮ উইকেটে জয়ী

৬০ ডলার মূল্যের ‘সাপোর্টার টিকিট’ ঘোষণা ফিফার

মেসির হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট

চোটে স্মিথ, ভাগ্য খুলল খাজার, সমানে সমান লড়ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

সুইজারল্যান্ডের চ্যালেঞ্জে কানাডা-কাতার

ক্লাব-বোর্ড দ্বন্দ্বে ‘খুন’ হচ্ছে ক্রিকেট

টিভির পর্দায় যুব এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ও উসমান দেম্বেলে

৮ গোলের থ্রিলারে ম্যানইউয়ের হোঁচট

রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা