হোম > খেলা

কত টাকা পাবে চ্যাম্পিয়নস লিগ জয়ী দল?

স্পোর্টস ডেস্ক

উয়েফা আগেই জানিয়েছিল, চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২৫ মৌসুমের প্রাইজমানি ধরা হয়েছে ২৪৩.৭ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ৬৩৪ কোটি টাকা। খুব স্বাভাবিকভাবেই ইউরোপসেরা টুর্নামেন্টের জয়ী দলও পাবে আকাশচুম্বী অর্থাৎ ১৫০০ কোটি টাকার বেশি।

চ্যাম্পিয়নস লিগের জয়ী দল পাবে ২ কোটি ৫০ লাখ ইউরো বা ৩৪৪ কোটি ৬৫ লাখ টাকা। রানার্সআপ দল পাবে এক কোটি ৮৫ লাখ ইউরো বা ২৫৫ কোটি টাকা। অন্যদিকে শেষ চার থেকে বাদ পড়া দুই দল পাবে এক কোটি ৫০ লাখ ইউরো বা ২০৬ কোটি ৭৯ লাখ টাকা।

চ্যাম্পিয়নস লিগের বিশাল অংকের প্রাইজমানিকে তিন ভাগে ভাগ করেছে উয়েফা। এগুলো হলো- অংশগ্রহণ ফি, পারফরম্যান্স বোনাস ও বাজারমূল্যের ভিত্তিতে আয় বা মার্কেট পুল। শুধু টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য প্রতিটি দল পাবে ১৮.৬২ মিলিয়ন ইউরো বা ২৫৬ কোটি ৬৬ লাখ টাকা। লিগ পর্বে আট জয়ের জন্য পাওয়া যাবে এক কোটি ৬৮ লাখ ইউরো বা ২৩১ কোটি ৬০ লাখ টাকা।

শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য একটি দল পাবে ৬ কোটি ৪০ লাখ ইউরো বা ৮৮২ কোটি ৩ লাখ টাকা। অন্যদিকে র‌্যাংকিং বোনাস হিসেবে ৯৯ লাখ ইউরো বা ১৩৬ কোটি ৫০ লাখ টাকা যোগ হবে। সব মিলিয়ে মার্কেট পুল বাদে চ্যাম্পিয়নস লিগের জয়ী দলের অ্যাকাউন্টে ঢুকবে সর্বোচ্চ ১ হাজার ৫০৬ কোটি টাকা। মার্কেট পুল নিয়ে সেই অর্থটা দাঁড়াতে পারে ১ হাজার ৬৫৪ কোটি টাকায়।

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ