হোম > খেলা

কত টাকা পাবে চ্যাম্পিয়নস লিগ জয়ী দল?

স্পোর্টস ডেস্ক

উয়েফা আগেই জানিয়েছিল, চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২৫ মৌসুমের প্রাইজমানি ধরা হয়েছে ২৪৩.৭ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ৬৩৪ কোটি টাকা। খুব স্বাভাবিকভাবেই ইউরোপসেরা টুর্নামেন্টের জয়ী দলও পাবে আকাশচুম্বী অর্থাৎ ১৫০০ কোটি টাকার বেশি।

চ্যাম্পিয়নস লিগের জয়ী দল পাবে ২ কোটি ৫০ লাখ ইউরো বা ৩৪৪ কোটি ৬৫ লাখ টাকা। রানার্সআপ দল পাবে এক কোটি ৮৫ লাখ ইউরো বা ২৫৫ কোটি টাকা। অন্যদিকে শেষ চার থেকে বাদ পড়া দুই দল পাবে এক কোটি ৫০ লাখ ইউরো বা ২০৬ কোটি ৭৯ লাখ টাকা।

চ্যাম্পিয়নস লিগের বিশাল অংকের প্রাইজমানিকে তিন ভাগে ভাগ করেছে উয়েফা। এগুলো হলো- অংশগ্রহণ ফি, পারফরম্যান্স বোনাস ও বাজারমূল্যের ভিত্তিতে আয় বা মার্কেট পুল। শুধু টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য প্রতিটি দল পাবে ১৮.৬২ মিলিয়ন ইউরো বা ২৫৬ কোটি ৬৬ লাখ টাকা। লিগ পর্বে আট জয়ের জন্য পাওয়া যাবে এক কোটি ৬৮ লাখ ইউরো বা ২৩১ কোটি ৬০ লাখ টাকা।

শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য একটি দল পাবে ৬ কোটি ৪০ লাখ ইউরো বা ৮৮২ কোটি ৩ লাখ টাকা। অন্যদিকে র‌্যাংকিং বোনাস হিসেবে ৯৯ লাখ ইউরো বা ১৩৬ কোটি ৫০ লাখ টাকা যোগ হবে। সব মিলিয়ে মার্কেট পুল বাদে চ্যাম্পিয়নস লিগের জয়ী দলের অ্যাকাউন্টে ঢুকবে সর্বোচ্চ ১ হাজার ৫০৬ কোটি টাকা। মার্কেট পুল নিয়ে সেই অর্থটা দাঁড়াতে পারে ১ হাজার ৬৫৪ কোটি টাকায়।

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার