বিশ্বকাপ বাছাই
২৬ বছর ৩২৮ দিন বয়সে ৪০০তম গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এই শতাব্দীতে প্রথম ফুটবলার হিসেবে ২৭ বছরে পা রাখার আগেই ৪০০ গোল পেলেন এ মেগাস্টার। এমন তথ্য দিয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। ফুটবলের বিভিন্ন তথ্য-উপাত্ত সংরক্ষণ করা সংস্থাটি বলছে, দ্রুততম সময়ে ৪০০ গোল করার রেকর্ডটা এখনো পেলের দখলে। ব্রাজিলিয়ান এ ফুটবল কিংবদন্তি ৪০০ গোল পেয়েছেন ২৩ বছর ৪ দিন বয়সে (১৯৬৩ সালে)।
পেলের পরেই সর্বকনিষ্ঠদের এই মাইলফলকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এমবাপ্পে। ৩০ বছর পূর্ণ হওয়ার আগে চতুর্থ খেলোয়াড় হিসেবে ৪০০ গোল পেয়েছেন এমবাপ্পে। বাকি তিনজনের নাম না বললেও হয়তো চলে। কেননা তারা হলেনÑলিওনেল মেসি (২৭ বছর ৯৫ দিন), ক্রিশ্চিয়ানো রোনালদো (২৮ বছর ৩৩৫ দিন) আর নেইমার জুনিয়র (২৯ বছর ২৭৪ দিন)।
৪০০ গোলের দারুণ এক মাইফলক স্পর্শ করেও সন্তুষ্ট নন এমবাপ্পে। চান আরও ৪০০ গোল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘৪০০ গোলে লোকে মুগ্ধ হয় না। মানুষকে চমক দেওয়ার মতো কিছু করতে হলে আরও ৪০০ গোল করতে হবে।’ ক্রিশ্চিয়ানো রোনালদো এক হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে স্বপ্নের পথে হেঁটে চলেছেন। কিন্তু এই কীর্তি ছোঁয়াটাকে অসম্ভবই মনে করছেন এমবাপ্পে। তবে চেষ্টা করে যেতে চান এ ফরাসি তারকা, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর এক হাজার গোল? সেটি (ছোঁয়া) অবাস্তব। তবে অভাবনীয় কিছুর চেষ্টাই করা যাক! আমাদের একটাই ক্যারিয়ার, চেষ্টা করে যেতে হবে।’
দারুণ ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে পেলেন জোড়া গোলের দেখা। তার ডাবল গোলে ইউক্রেনকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে ফ্রান্স। বিশ্বকাপ বাছাই পর্বের এ ম্যাচে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলকে পৌঁছে গেছেন বিশ্বকাপ জয়ী এ সুপারস্টার। গত বৃহস্পতিবার রাতে দাপুটে এ জয়ে কোচ দিদিয়ের দেশমের শিষ্যরা কেটেছেন ২০২৬ বিশ্বকাপের টিকিট।
অন্য ম্যাচে মলদোভাকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। এ জয়ের পরও সরাসরি বিশ্বকাপে খেলা আজ্জুরিদের জন্য এক রকম অসম্ভব হয়ে পড়েছে। এস্তোনিয়াকে ৪-১ গোলে নরওয়ে উড়িয়ে দেওয়ায় ইতালিয়ানদের ভাগ্য অনেকটাই ঝুঁকে গেছে প্লে-অফের দিকে। আর বিশ্বকাপ বাছাই পর্বে টানা সপ্তম জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিকরা ২-০ গোলে জিতেছে সার্বিয়ার বিপক্ষে।
একনজরে ফল
ফ্রান্স ৪-০ ইউক্রেন
মলদোভা ০-২ ইতালি
ইংল্যান্ড ২-০ সার্বিয়া