ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল হার মানলেও আর্সেনাল হেঁটেছে ম্যানচেস্টার সিটির পথে। ইংলিশ প্রিমিয়ার লিগে ছিনিয়ে নিয়েছে জয়। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে গানাররা জিতেছে ২-১ গোলে।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেডই। লড়াইয়ের ৩৪ মিনিটে নিক ওয়াল্টারমেডের গোলে। তাতে হারের শঙ্কা জেগে ছিল বটে।
কিন্তু শেষ দিকে মিকেল মেরিনো ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের গোলে জয়ের উচ্ছ্বাসে মেতে মাঠ ছাড়ে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা।