হোম > খেলা

গোল্ডেন বুটের দৌঁড়ে এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক

৩ গোল করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব ও রাউন্ড অব সিক্সটিনের খেলা শেষ হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত থেকে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের খেলা। রাত একটায় ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ আল হিলাল। শেষ আটের লড়াইয়ে থাকা বাকি দলগুলো হলো রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি, চেলসি, পালমেইরাস ও বরুশিয়া ডর্টমুন্ড।

টুর্নামেন্টের শেষ দিকে এসে আলোচনায় উঠে এসেছে গোল্ডেন বুট ইস্যু। চেলসির কাছে হেরে শেষ ষোল থেকে বিদায় নিয়েছে বেনফিকা। দল বিদায় নিলেও গোল্ডেন বুটের দৌঁড়ে সবার ওপরে আছে অ্যাঞ্জেল ডি মারিয়া। সর্বোচ্চ ৪ গোল করেছেন আর্জেন্টাইন ফুটবলার।

যদিও ডি মারিয়াকে পেছনে ফেলে গোল্ডেন বুট জিতে নেওয়ার সুযোগ আছে আরও বেশ কয়েকজন ফুটবলারের সামনে। এদের মধ্যে জামাল মুসিয়ালা, গঞ্জালো গার্সিয়া, হ্যারি কেইন, মাইকেল ওলিস, পেদ্রো নেতো, মার্কাস লিওনার্দো, সার্হো গুইরাসি অন্যতম। এদের প্রত্যেকের নামের পাশে আছে সমান তিন গোল। মূলত দল কোয়ার্টার ফাইনালে উঠায় ডি মারিয়াকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন এসব ফুটবলাররা।

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি করে গোল করেছেন কিংসলে কোমান, থমাস মুলার, ওয়ালেস ইয়ান ও আশরাফ হাকিমি। দল টুর্নামেন্টে টিকে থাকায় তাদের সামনেও থাকছে গোল্ডেন বুট জেতার সুযোগ। এজন্য অন্তত আরও তিনবার করে জালের দেখা পেতে হবে তাদের।

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই