টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে তো? বৈশ্বিক টুর্নামেন্টটিতে খেলতে বাংলাদেশের ক্রিকেটাররা ভারতে যাবে নাকি শ্রীলঙ্কায় খেলবে? এতসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অনুরাগীদের মনে। এসব প্রশ্নের উত্তর মিলবে ২১ জানুয়ারির মধ্যে। মানে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য চূড়ান্ত হতে যাচ্ছে বুধবারের মধ্যে।
আইসিসির সূত্র থেকে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এমন খবরই পেয়েছে। ঢাকায় শনিবারের বৈঠক শেষে বিসিবিকে এই সময়সীমাই বেঁধে দিয়েছে আইসিসি। ওই বৈঠক শেষে বিসিবি যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল, তাতে অবশ্য এমন কিছু উল্লেখ ছিল না।
বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় দিতেই অপেক্ষায় রয়েছে আইসিসি। বিশ্বকাপে খেলতে বাংলাদেশ ভারত সফরে না গেলে আইসিসি বিকল্প দল বেছে নেবে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইটটি। সেক্ষেত্রে র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপের টিকিট পেতে পারে স্কটল্যান্ড।