হোম > খেলা

নিয়ম রক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি মেয়েরা

নারী ক্রিকেট বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

বিদায় নিশ্চিত হয়েছে আগেই। তাই আজ নিয়ম রক্ষার ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। নারী ক্রিকেট বিশ্বকাপে দেশের মেয়েদের আজ প্রতিপক্ষ ভারত। ড. ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে দুদলের ম্যাচ মাঠে গড়াবে বেলা ৩টা ৩০ মিনিটে।

তবে প্রতিপক্ষ ভারত এরই মধ্যে বৈশ্বিক আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফাইনালে উঠার লড়াইয়ে হারপ্রিত কৌরের দল মোকাবিলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। ছয় ম্যাচ খেলে তিন জয় আর তিন হারে ছয় পয়েন্টের পুঁজি নিয়ে শেষ চারে নাম লিখেছে ভারতীয় কন্যারা। আজ জিতলে কেবল পয়েন্ট বাড়বে তাদের। পয়েন্ট তালিকায় অবশ্য উন্নতির সুযোগ নেই। কারণ তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড থেকে তিন পয়েন্টে পিছিয়ে স্মৃতি মান্ধানারা। আর আট দলের পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। ছয় ম্যাচে এক জয়ের বিপরীতে পাঁচটিতে হারের তেতো স্বাদ হজম করেছে তারা। আজ ভারতকে হারাতে পারলে পাকিস্তানকে হটিয়ে তালিকার সপ্তম স্থানে উঠে টুর্নামেন্ট শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এটাই হতে পারে বড় সান্ত্বনা!

তবে পরিসংখ্যান কথা বলছে ভারতের মেয়েদের হয়ে। এখন পর্যন্ত আটটি ওয়ানডে খেলে ভারত জিতেছে ছয়টিতে। একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ম্যাচ হয়েছে টাই। সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে তারা। এক ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের কন্যারা। সেও আবার ২০২৩ সালের ১৬ জুলাই। বাকি ম্যাচটি হয়েছে টাই। আজকের ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ছন্দে থাকার পরিকল্পনা মাথায় রেখে মাঠে নামছে স্বাগতিকরা।

নবি মুম্বাইয়ে ক্রিকেট অনুরাগীদের নজর থাকবে স্মৃতি মান্ধানার ওপর। তার সঙ্গে ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারেন প্রতিকা রাওয়ালও। ভারতের বোলিং শক্তি বাড়াতে মাঠে থাকছেন ক্রান্তি গাউদ আর দীপ্তি শর্মা। অন্যদিকে বাংলাদেশের ব্যাটিংয়ে লড়াই করতে প্রস্তুত শারমিন আক্তার। তার সঙ্গে আসরে নিজেদের শেষ লড়াইয়ের জন্য নিজেকে ঝালাই করে নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। একাদশে জায়গা পেলে বোলিংয়ে জাদু দেখাতে চান রাবেয়া খান আর নাহিদা আক্তার।

দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। বিশাখাপত্তনমে দুদলের ম্যাচ শুরু হবে বেলা ১১টা ৩০ মিনিটে। কিউই কন্যাদের জন্য ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতার। কেননা, বাংলাদেশের মতো তারাও বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। তবে আজ জিতলে দক্ষিণ আফ্রিকাকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে যাবে ইংলিশরা। কিন্তু তালিকায় স্থান বিনিময় করলেও শেষ চারে তাদের লড়তে হবে এই প্রোটিয়াদের বিপক্ষেই।

হ্যারি ব্রুকের সেঞ্চুরি ছাপিয়ে নিউজিল্যান্ডের জয়

শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে চ্যালেঞ্জ চান লিটন

জয়ের ধারাবাহিকতা চায় বাংলাদেশ

রিয়ালের প্রতিশোধ নাকি বার্সার সিংহাসন দখল

অনুমোদনের অপেক্ষায় নতুন গঠনতন্ত্র

ভিনি-এমবাপ্পেকে রুখতে মরিয়া বার্সা

টিভির পর্দায় রিয়াল-বার্সার এল ক্লাসিকো

জয়ের ট্র্যাকে ফিরল পিএসজি

সান্ডারল্যান্ডের চমক, ম্যানইউর জয়