হোম > খেলা

ভিলার কাছে চেলসির হার

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

আধিপত্য বিস্তার করেই খেলেছে চেলসি। সেটা শুধু বিরতির আগ পর্যন্তই। দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখেছে অ্যাস্টন ভিলা। চমক দেখিয়ে যাওয়া ক্লাবটির জার্সিতে জোড়া গোল উপহার দিয়েছেন ওলি ওয়াটকিন্স। তাতে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে হার মেনেছে এনজো মারেস্কার চেলসি। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের থ্রিলার ম্যাচে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে কোচ উনাই এমেরির শিষ্যরা।

গত মৌসুমে ফিরতি লেগে অ্যাস্টন ভিলার মাঠে সফরে গিয়ে হারের তেতো স্বাদ হজম করে ফিরেছিল চেলসি। এবার সেই একই প্রতিপক্ষের কাছে নিজেদের মাঠেই ধরাশায়ী হলো ব্লুজ শিবির। সে আবার একই ব্যবধানে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা ১১ ম্যাচে জয় পেয়েছে ভিলা। তার মধ্যে শুধু প্রিমিয়ার লিগেই জিতেছে টানা আট ম্যাচ। তাতে স্পর্শ করল ১১১ বছর আগে করা নিজেদেরই পুরোনো রেকর্ড। ১৮৯৭ সালে টানা ১১ ম্যাচ জিতেছিল ক্লাব। দ্বিতীয়বার এই কৃতিত্ব স্পর্শ করে তারা ১৯১৪ সালে। এবার রেকর্ডটি ছুঁয়ে ফেলল তৃতীয়বারের মতো।

আর্সেনাল ২-১ গোলে ধরাশায়ী করেছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে। এ জয়ে ইংলিশ লিগের শীর্ষে উঠে গেছে গানাররা। এমিরেটস স্টেডিয়ামে মার্টিন ওডেগোরের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জর্জিনিও রাটারের আত্মঘাতী গোলে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যায় কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ৬৪ মিনিটে একটি গোল অবশ্য শোধ করে ব্রাইটন। সফরকারীদের সান্ত্বনার গোলটি এনে দেন ডিয়েগো গোমেজ।

লিভারপুলও জিতেছে সমান ২-১ ব্যবধানে। উলভারহ্যাম্পটনের বিপক্ষে পাওয়া এ জয়ে পয়েন্ট তালিকার চারে উঠে গেছে কোচ আর্নে স্লটের দল। দ্য রেড শিবিরকে এগিয়ে দেন রায়ান গ্র্যাভেনবার্চ। এক মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান উইর্টজ। লিভারপুলের জার্সিতে এটাই তার প্রথম গোল। উলভারহ্যাম্পটনের হয়ে একটি গোল শোধ করেন সান্তিয়াগো বুয়েনো। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি ২-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। এ নিয়ে কোচ পেপ গার্দিওলার দল লিগে পেল টানা ষষ্ঠ জয়। শীর্ষে উঠলেও আর্সেনাল জেতায় দ্বিতীয় স্থানে নেমে গেছে সিটি।

অন্যদিকে লড়াইয়ে এগিয়ে ছিল নিউক্যাসল ইউনাইটেড। তবে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পিছিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডÑবল দখল, আক্রমণ রচনা থেকে গোলমুখে শট নেওয়া সব জায়গাতেই। তুলনামূলক খারাপ খেলেও জয় ছিনিয়ে নিয়েছে রেড ডেভিলরা। শুক্রবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অতিথি নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ।

শুক্রবার রাতের ম্যাচ দিয়ে জয়ে ফিরল কোচ রুবেন আমোরিম। সবশেষ তিন ম্যাচে এটি তাদের প্রথম জয়। স্বাগতিকদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন প্যাট্রিক ডোরগু।

মেলবোর্নে অস্ট্রেলিয়ার লোকসান প্রায় ২০৫ কোটি টাকা

পর্দা উঠল অলিউল্লাহ নোমান নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের

সমালোচকদের ভুল প্রমাণ করছেন শান্ত: রাজিন সালেহ

এক হাতে ক্যাচ লুফে কোটিপতি বনে গেলেন দর্শক

মেসির ২০২৬ বিশ্বকাপের বুটের ছবি প্রকাশ্যে, যা যা থাকছে

তিন সন্তানসহ প্রাণ হারালেন স্প্যানিশ কোচ

সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত, শঙ্কামুক্ত শরিফুল

শেষ ষোলোয় নাইজেরিয়া, ড্র সেনেগালের

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা পাকিস্তানের, নেই তিন সিনিয়র

রোনালদোর জোড়া গোলে আল নাসরের রেকর্ড