হোম > খেলা

ড্যারিল মিচেলের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের নাটকীয় জয়

ওয়ানডে সিরিজ: প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ওয়ানডে সিরিজেও দুর্দান্ত শুরু করল নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের দাপুটে সেঞ্চুরিতে ৭ রানে জিতেছে কিউইরা। দারুণ ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অবশ্য পৌঁছে গিয়েছিল জয়ের দ্বারপ্রান্তে। কিন্তু শেষ মুহূর্তের বীরত্বে ক্যারিবীয়দের হাতের মুঠোয় থাকাটা জয় কেড়ে নিয়েছে ড্যারিল মিচেলের দল। নাটকীয় এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ব্ল্যাক ক্যাপস শিবির।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শেষ ওভারে জয়ের জন্য উইন্ডিজের দরকার ছিল ২০ রান। কিন্তু পেসার জ্যাকব ডাফি বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন রোমারিও শেফার্ড ও জাস্টিন গ্রেভসকে। শেষ ৬ বলে সফরকারীরা নিতে পেরেছে মাত্র ১২ রান। তাতেই জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফিফটি হাঁকান শেরফেন রাদারফোর্ড (৫৫)। ৩৮ রানে অপরাজিত থেকে যান গ্রেভস। ক্যাপ্টেন শাই হোপ ৩৭ আর কেচি কার্টি ৩২ আর অ্যালিক অ্যাথানেজ ২৯ রান যোগ করেন দলীয় স্কোরে। গ্রেভসের ব্যাটিং পার্টনার রোমারিও শেফার্ড ২৬ রানে অজেয় থেকে যান। ৬ উইকেট হারিয়ে অতিথিদের ইনিংস থেমে যায় ২৬২ রানে। শেষ তিন ওভারে ৩৭ রান সংগ্রহ করে গেছে উইন্ডিজ।

তার আগে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২৬৯ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। ১১৯ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হন ড্যারিল মিচেল। তার ১১৮ বলের চমৎকার ইনিংসটি সাজান ১২টি বাউন্ডারি আর ২ ছক্কায়। এক রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন ডেভন কনওয়ে। আর ৩৫ রানে আসে মাইকেল ব্রাসওয়েলের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ২৬৯/৭, ৫০ ওভার (ড্যারিল ১১৯, কনওয়ে ৪৯, ব্রাসওয়েল ৩৫; সিলস ৩/৪১ ও ফোর্ড ২/৫৫)।

ওয়েস্ট ইন্ডিজ : ২৬২/৬, ৫০ ওভার (রাদারফোর্ড ৫৫, গ্রেভস ৩৮*, হোপ ৩৭, কার্টি ৩২, অ্যাথানেজ ২৯; জেমিসন ৩/৫২)।

ফল : নিউজিল্যান্ড ৭ রানে জয়ী।

ম্যাচসেরা : ড্যারিল মিচেল।

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ব্রুনো-নেভেসের হ্যাটট্রিকে বিশ্বকাপে পর্তুগাল

ডামুড্যায় হা-ডু-ডু ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বকাপে এক পা স্পেনের

যে রেকর্ডে গিলেস্পি-বোল্যান্ডের পর ডগেট

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের পথে পাকিস্তানের ভালো শুরু

আসিফের মন্তব্যে বিসিবির দুঃখ প্রকাশ

গোলের সেঞ্চুরিতেও ব্যালন ডি’অর মিলবে না : কেইন

আবুধাবি টি-টেন লিগে তাসকিন

ঘরের মাঠে হার, ভারতীয় ব্যাটারদের দুষছেন সাবেকরা