হোম > খেলা

মেসির ক্লাবেই গেলেন ডি পল

স্পোর্টস ডেস্ক

ইন্টার মিয়ামিতে যোগ দেবেন রদ্রিগো ডি পল- কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এমন কথা। অবশেষে সেটাই সত্যি হলো। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে নাম লেখালেন তারকা মিডফিল্ডার। মিয়ামির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডি পলের সঙ্গে এক বছরের ধার চুক্তি করেছে মিয়ামি। অ্যাতলেটিকোর সঙ্গে ৩১ বছর বয়সী ফুটবলারের চুক্তি শেষ হবে ২০২৬ সালের ৩০ জুন। এরপর তার সঙ্গে স্থায়ী চুক্তির সুযোগ থাকছে মিয়ামির জন্য।

ডি পল মিয়ামিতে যোগ দেওয়ায় শক্তি বাড়ল লিওনেল মেসির। জাতীয় দলের সতীর্থ হওয়ায় দুজনের মধ্যে বোঝাপড়া দারুণ। আর্জেন্টিনার সবশেষ দুটি কোপা আমেরিকা এবং ২০২২ কাতার বিশ্বকাপে মেসির ভালো খেলার অন্যতম কারিগর ডি পল। মাঝমাঠ থেকে তারকা ফরোয়ার্ডকে বল বানিয়ে দেওয়ার কাজটা বেশ ভালোভাবেই করেছেন তিনি। মেসির দেহরক্ষী হিসেবেও পরিচিত পেয়েছেন সময়ের সেরা মিডফিল্ডারদের একজন। তাই মেসি-ডি পল রসায়নে যে দারুণ সুবিধাই পেতে যাচ্ছে মিয়ামি, সেটা বলার অপেক্ষা রাখে না।

মিয়ামির সঙ্গে চুক্তির পর ডি পল বলেন, ‘আমি মিয়ামির হয়ে মাঠে প্রতিযোগিতা করতে, শিরোপা জিততে এবং ক্লাবটির ইতিহাসের অংশ হতে চাই। এসব কারণেই মিয়ামিতে এসেছি। এই ক্লাবটি দুর্দান্ত হতে যাচ্ছে। সেই সঙ্গে ক্লাবটির ইতিহাসও সমৃদ্ধ হবে। ভক্তরা মিয়ামিকে অনুসরণ করবে।’

এর আগে ২০২১ সালের গ্রীষ্মকালীন দলবদলে অ্যাতলেটিকোতে পাড়ি জমান ডি পল। স্প্যানিশ লা লিগার প্রথম সারির ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাঠে নেমেছেন ১৮৭ ম্যাচ। জালের দেখা পেয়ছেন ১৪ বার। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ২৬ গোল। তাকে নিয়ে এক বিবৃতিতে অ্যাতলেটিকো জানিয়েছে, ‘ডি পলের জন্য শুভকামনা রইল। তার সামনের দিনগুলো যেন ভালো যায় সে কামনা করা হচ্ছে।’

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার