বাংলাদেশের আম্পায়ারিং জগতে চেনা নাম শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। দেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করা দেশের খ্যাতনামা এই আম্পায়ার এবার দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজেও।
পার্থে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন নিতিন মেনন ও আদ্রিয়ান হোল্ডস্টক। শরফুদ্দৌলা আছেন টিভি আম্পায়ারের দায়িত্বে। তবে ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে পাল্টে যাবে তার ভূমিকা। ব্রিসবেনে মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে তাকে।
উল্লেখ্য, সৈকত গত বছরের মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে জায়গা করে নেন আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণের বিশ্বকাপেই মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। চ্যাম্পিয়নস ট্রফিতেও ছিলেন তিনি