হোম > খেলা

টেনিস উপভোগই শিয়াটেকের সাফল্যের মূলমন্ত্র

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা জিতেছেন পোল্যান্ডের ইগা শিয়াটেক। ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে জিতেছেন ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্লাম, যেটা তার জন্য বিশেষ কিছু। ঘাসের কোর্টের এই শিরোপাকে বাকি পাঁচটির চেয়ে এগিয়ে রেখেছেন পোলিশ তরুণী। টেনিস উপভোগ করাই সাফল্যের মূলমন্ত্র বলে জানিয়েছেন শিয়াটেক।

শিরোপা জয়ের পর স্কাই স্পোর্টসকে শিয়াটেক বলেন, ‘ইতোমধ্যে দুই ঘণ্টা ধরে শিরোপা উৎসব হয়েছে। এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। মনে হচ্ছে, টেনিস আমাকে অবাক করে দিয়েছে এবং আমি নিজেও অবাক হয়েছি। পুরো প্রক্রিয়াটা নিয়ে আমি আসলেই অনেক খুশি। ঘাসের কোর্টে (উইম্বলডনে) পা দেয়ার প্রথম দিন থেকেই এটা (শিরোপা) চেয়েছিলাম। তাই এটা আমার কাছে বিশেষ কিছু। আমি আবারও বলতে চাই অপ্রত্যাশিত!’

‘এটা আমাকে খুবই আবেগতাড়িত করেছে। কারণ আমি জানতাম শুধু রোলা গারোতেই ভালো খেলি। কিন্তু এখানে (উইম্বলডন) আমি নিশ্চিত ছিলাম না। নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমি সব শিরোপার জন্যই অনেক কঠিন পরিশ্রম করেছি। তাই একটা রেখে আরেকটা এগিয়ে রাখার সুযোগ নেই। তবু আমি উইম্বলডন এবং ইউএস ওপেনকে বিশেষভাবে এগিয়ে রাখব। এটা সহজ ছিল না। ভালো টেনিসের চেয়েও ভালো খেলতে হয়েছে আমাকে এবং এরপর এটা ধরা দিয়েছে।’- যোগ করেন শিয়াটেক।

সময়টা উপভোগ করতে চেয়েছেন জানিয়ে পোলিশ সুন্দরী আরো বলেন, ‘টেনিস মানসিক সমর্থনের মতো। কিন্তু এটা জিততে হলে আপনাকে প্রয়োজনীয় সবকিছুই করতে হবে। ভালো টেনিস খেলতে হবে, শক্ত-সামর্থ্য থাকতে হবে, ক্লান্ত হওয়া যাবে না, মনোযোগ ধরে রাখতে হবে। আজ আমি সেন্টার কোর্টে সময়টা উপভোগ করতে চেয়েছি কারণ আবার এই মুহূর্ত আসবে কি না সেটা নিশ্চিত না (হাসি)। চাপে থেকেও আমি মনোযোগ ধরে রেখেছি। কিন্তু আমি শুধু আমার কাজটা করে যেতে চেয়েছি, তাতেই সাফল্য।’

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা