মাউন্ট মঙ্গানুই টেস্ট
নিউজিল্যান্ড রানের যে পাহাড় গড়েছে, তাতে ভড়কে যাওয়ারই কথা যেকোনো দলের। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ওয়েস্ট ইন্ডিজ। ব্ল্যাক ক্যাপস শিবির ৮ উইকেটে ৫৭৫ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করলেও একটুও দমে যায়নি মানসিকভাবে শক্ত ক্যারিবীয়রা। উল্টো সাহসী ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তুলে ভালোই জবাব দিয়ে যাচ্ছে রোস্টন চেজের দল।
অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় সেঞ্চুরি হাঁকিয়েছেন কাভেম হজ। তার আগে ফিফটি ছাড়ানো ইনিংস এনে দিয়েছেন ব্র্যান্ডন কিং। দুজনের ব্যাটের চওড়া হাসিতে তৃতীয় দিন শেষে ৬ উইকেটের বিনিময়ে ৩৮১ রান তুলে ফেলেছে উইন্ডিজ। সফরকারীরা এখন ১৯৪ রানে পিছিয়ে। তবে এখনো হাতে রয়েছে ৪ উইকেট।
মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় দিনের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের শুরু হয়েছিল দুর্দান্ত। বিনা উইকেটে ১১০ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে আর এগোতে পারেননি জন ক্যাম্পবেল। আগের দিনের ৪৫ রানের হার না মানা ইনিংসের সঙ্গে আর কোনো রান যোগ না করেই ফিরে যান। ১১১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ক্যাম্পবেল ফিরলেও আরেক ওপেনার ব্র্যান্ডন কিং লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করে যান।
আগের দিনের ৫৫ রানের ইনিংসের সঙ্গে যোগ করেন আর মাত্র ৮ রান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিরলেও বুক চিতিয়ে লড়াই করে যান কাভেম হজ। ২৫৪ বলে ১৪ বাউন্ডারিতে ১০৯ রানের চমৎকার এক ইনিংস খেলে অপরাজিত রয়ে গেছেন ওয়ানডাউনে নামা এ ব্যাটসম্যান। তাতে লড়াইয়ে টিকে রয়েছে অতিথি দলটি। অ্যালিক অ্যাথানাজ ৫ আর জাস্টিন গ্রেভস ৭ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি আর অ্যাজাজ প্যাটেল।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৫৭৫/৮, ১৫৫ ওভার (কনওয়ে ২২৭, লাথাম ১৩৭, রাচিন ৭২*, সিলস ২/১০০, ফিলিপ ২/১৫৪ ও গ্রেভস ২/৮৩)।
ওয়েস্ট ইন্ডিজ : ৩৮১/৬, ১১৩ ওভার (হজ ১০৯*, কিং ৬৩*, ক্যাম্পবেল ৪৫*, অ্যাথানাজ ৪৫, গ্রেভস ৪৩, ডাফি ২/৭৯ ও অ্যাজাজ ২/৯৪)।
* তৃতীয় দিন শেষে