হোম > খেলা

চেলসির দুঃস্বপ্নই আর্সেনালের খুশি

ইংলিশ লিগ কাপ

স্পোর্টস ডেস্ক

নিজেদের মাঠে হারল কোচ লিয়াম রোজেনিয়রের চেলসি। বুধবার রাতে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-২ গোলে ধরাশায়ী হয়েছে চেলসি। এতে ফাইনালে ওঠার লড়াইয়ে বেশ চাপেই পড়ল স্টামফোর্ড ব্রিজ শিবির। শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কাটতে হলে ফিরতি লেগে আর্সেনালের মাঠ সফরে যে করেই হোক, জয় ছিনিয়ে নিতেই হবে দ্য ব্লুজ শিবিরকে।

চেলসির টানা সপ্তম কোচ হিসেবে স্টামফোর্ড ব্রিজে অভিষেক ম্যাচে জয় থেকে বঞ্চিত হলেন রোজনিয়র। সাত কোচের মধ্যে পাঁচজন হোঁচট খেয়েছেন। আর বাকি দুজন হজম করেছেন হারের তেতো স্বাদ। সবশেষ ২০১৮ সালের আগস্টে মরিজিও সারি ঘরের মাঠে অভিষেক ম্যাচেই জয়ের দেখা পেয়েছিলেন। এ ম্যাচেই কীর্তি গড়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তবে স্টামফোর্ড ব্রিজে টানা আট ম্যাচে অজেয় থেকে গেলেন আর্তেতা। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এই আট ম্যাচে গানাররা পেয়েছে চার জয়; বাকি চার ম্যাচ ছিল অমীমাংসিত।

নিজেদের মাঠে লড়াইয়ের সপ্তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। গানারদের লিড এনে দেন হোয়াইট। দ্বিতীয়ার্ধের পর ৪৯ মিনিটে গোল ব্যবধান ২-০তে নিয়ে যান ভিক্টর ইয়োকেরেস। তবে ৫৭ মিনিটে একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরার আভাস দেয় চেলসি। গোলটি করেন আলেহান্দ্রো গারনাচো। তবে সে আশায় গুড়ে বালি! ম্যাচের ৭১ মিনিটে আর্সেনাল জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে যায় মার্তিন জুবিমেন্দির গোলে। ৮৩ মিনিটে চেলসির হয়ে নিজের জোড়া গোল পূর্ণ করে ফেলেন গারনাচো। চেলসি না জিতলেও নয়া ইতিহাস লিখেছেন গারনাচো। প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার হিসেবে লিগ কাপে একই আসরের শেষ আট ও শেষ চারে জোড়া গোল উপহার দেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

দলের হারের দায় স্বীকার করে রোজনিয়র বলেন, ‘আমি রবকে এমন কিছু করতে বলছি, যা সে আগে কখনো করেনি। ম্যাচের আগে তাকে খুব পরিষ্কার করে বলেছিলাম- আমার খেলোয়াড়রা যদি ভুল করে, তার দায় আমার। সেটা আমারই দায়িত্ব।’ ঘরের মাঠে অভিষেক ম্যাচে হেরেছেন। এ নিয়ে রোজনিয়র যোগ করেন, ‘প্রথম গোলটি হতাশাজনক ছিল। এটা দলীয় সমন্বয়ের গোল। দায়টা শুধু রবের (সানচেজ) ওপর পড়ে না।’

সমঝোতায় বিসিবি-ক্রিকেটাররা, শুক্রবার মাঠে গড়াচ্ছে বিপিএল

সিদ্ধান্ত পুনর্বিবেচনা, মাঠে ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা

জয়ে শুরু বাংলাদেশ নারী দলের

যুব পুরুষ হ্যান্ডবলে পঞ্চগড় চ্যাম্পিয়ন

বাফুফের কার্যক্রমে তুষ্ট ফিফা সভাপতি

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছে বিপিএল

সমাধান আসেনি, স্থগিত দ্বিতীয় ম্যাচও

অব্যাহতি পেলেন নাজমুল, অর্থ কমিটির দায়িত্বে বুলবুল

সব ধরনের দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি

বয়কটের সিদ্ধান্ত থেকে সরেননি ক্রিকেটাররা