হোম > খেলা

হারে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ে ও নামিবিয়াতে চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শনিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হেরেছে তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস-স্টার্ন (ডিএলএস) নিয়মে জয় পায় ভারত। বুলাওয়েতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয় ভারতীয় যুবারা। জবাবে ৪৯ ওভারের ম্যাচে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসে কয়েক দফায় বৃষ্টি হানা দেয়। ২ উইকেটে যখন স্কোর বোর্ডে ৯০ রান তুলে বাংলাদেশ, তখন বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়।

পুনরায় খেলা শুরু হলে নতুন করে জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৯ ওভারে ১৬৫ রান টার্গেট দাঁড়ায়। হাতে থাকা ৮ উইকেটে এই রান তাড়া করে জেতা কঠিন কিছু ছিল না। কিন্তু শেষের হিসাব-নিকাশ মেলাতে পারেনি বাংলাদেশ। ২৮.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হন তারা। স্কোর বোর্ডে ৪০ রান জমা করতেই তাদের শেষ ৮ উইকেটের পতন ঘটে।

লক্ষ্য তাড়া করতে নেমে কক্ষপথেই ছিল বাংলাদেশের যুবারা। শেষ ৯ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৬৩ রান। অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকীও তখন উইকেটে সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু কালাম সিদ্দিকী ব্যক্তিগত ১৫ রানে আউট হওয়ার পরই বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। ফলে হারের যন্ত্রণায় পড়তে হয়েছে লাল-সবুজের জার্সিধারীদের। ভারতীয় স্পিনার বিহান মালহোত্রা সর্বোচ্চ ৪ উইকেট নেন। এর আগে কুন্ডু (৮০) ও সূর্যবংশীর (৭২) ফিফটিতে লড়াকু পুঁজি পায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ২৩৮. ৪৮.৪ ওভার (কুণ্ডু ৮০, সূর্যবংশী ৭২ ; ফাহাদ ৫/৩৮, ইকবাল ২/৪৫, আজিজুল ২/৪২)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৪৬. ২৮.৩ ওভার (আজিজুল ৫১, রিফাত ৩৭ ; মালহোত্রা ৪/১৪, খিলান ২/৩৫)।

ফল: ১৮ রানে জয়ী ভারত (ডিএলএস)।

ম্যাচসেরা: বিহান মালহোত্রা (ভারত)।

বিশ্বকাপের ৩৩০টি টিকিট পাচ্ছে বাফুফে

দেম্বেলে ম্যাজিকে শীর্ষে পিএসজি

২৩২ বছর পর নতুন বিশ্বরেকর্ড

নারী লিগে শামসুন্নাহারের ‘শো’

রংপুর-রাজশাহীর জয়

বাংলাদেশ-ভুটানের পয়েন্ট ভাগাভাগি

ডার্বিতে ম্যানইউ'র চমক, জয়ে ফিরল রিয়াল

বিপিএলে প্লে অফ নিশ্চিত করল রংপুর

দুই অধিনায়কের নো হ্যান্ডশেক অনিচ্ছাকৃত

এখনো কারণ দর্শানোর উত্তর দেননি নাজমুল