দারুণ ছন্দে রয়েছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের জার্সিতে দুর্দান্ত খেলে যাচ্ছেন তারকা এ স্ট্রাইকার। গোলের পর গোল উপহার দিয়ে যাচ্ছেন। তবে এ বায়ার্ন গোলমেশিন নিজের পারফরম্যান্সে তৃপ্তির ঢেকুর তুলতে নারাজ। কেননা, ইংল্যান্ড অধিনায়ক বেশ ভালো করেই জানেন, ব্যক্তিগত সাফল্যে ব্যালন ডি’অর জয় করা সম্ভব নয়। ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদাকর এ পুরস্কার জেতার জন্য দরকার মাথার ওপর মেজর ট্রফি উঁচিয়ে ধরা।
চলতি মৌসুমে বায়ার্নের জার্সি গায়ে জড়িয়ে কেইন ১৭ ম্যাচে পেয়েছেন ২৩ গোল। ইংল্যান্ডের হয়ে চার ম্যাচ খেলে গোল করেছেন তিনটি। জোড়া গোল করে লাটভিয়াকে হারিয়ে ইংলিশদের বিশ্বকাপ টিকিট এনে দিয়েছেন এ সুপারস্টার।
এমন দুরন্ত পারফরম্যান্সে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজেকে শামিল করতেই পারেন কেইন। কিন্তু ইংলিশ ফুটবলের কান্ডারি এখন কি সেই স্বপ্ন দেখেন? এমন প্রশ্নের উত্তরে কেইন বলেন, ‘এই মৌসুমে ১০০ গোল করলেও করতে পারি। কিন্তু চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ্বকাপ না জিতলে ব্যালন ডি’অর পাব না, এটাই বাস্তব।’
আর্লিং হালান্ডের জন্য ব্যাপারটা অভিন্ন, বললেন কেইন, ‘তার জন্যও একই কথা, যেকোনো শীর্ষ ফুটবলারের জন্যই একই কথা ঘাটে। আপনাকে মেজর ট্রফি জিততে হবে।’