আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) শেষ ষোলোতে পৌছে গেছে মিসর। মোহামেদ সালাহর দুর্দান্ত পারফর্ম্যান্সে ভর করে আরেকটি জয় তুলে নিয়েছে তারা। পেনাল্টি থেকে তার একমাত্র গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মিসর।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে তারা। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকার। জিম্বাবুয়ে ও অ্যাঙ্গোলা ১ পয়েন্ট করে পেয়ে তিন ও চার নম্বরে।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বক্সের ভেতরে বলের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার খুলিসো মুদাউয়ের আঘাতে সালাহ পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোল করেন মিসর অধিনায়ক। শেষমেশ এই গোলেই জয় নিশ্চিত হয়।
অন্যদিকে গ্রুপ ‘এ’-তে মরক্কোর টানা ১৯ ম্যাচের জয়রথ থামিয়েছে মালি। স্বাগতিকদের ১-১ গোলে রুখে দিয়েছে তারা। এই ড্র’য়ে নকআউট পর্বে ওঠার অপেক্ষা বেড়েছে মরক্কোর। প্রথমার্ধে পেনাল্টি থেকে মরক্কোকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। ৬৪ মিনিটে লাসিনে সিনায়োকোর পেনাল্টি গোলে সমতা ফেরায় মালি।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে মরক্কো। মালি ও জাম্বিয়ার পয়েন্ট ২ করে। আগামী মঙ্গলবার রাতে জাম্বিয়ার বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করবে মরক্কো।