মিরপুর টেস্ট
বর্ণিল টেস্ট ক্যারিয়ারের শততম টেস্টে দ্যুতি ছড়ালেন মুশফিকুর রহিম। অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মিরপুরে প্রথম দিন শেষে ৯৯ রান করে ছিলেন সেঞ্চুরির অপেক্ষায়। দ্বিতীয় দিনে এসে শেষ হলো সেই অপেক্ষা। ১৯৫ বলে ৫ বাউন্ডারিতে জাদুকরী তিন অঙ্ক ছুঁলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
আজ সকালে নিজের ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। ১১তম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের 'মিস্টার ক্রিকেট'। তার আগে এই কীর্তি গড়েন জো রুট, ডেভিড ওয়ার্নার, গর্ডন গ্রিনিজ, রিকি পন্টিং, ইনজামাম উল হক, গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৮ ওভারে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০৬ রানে ব্যাটিং করে যাচ্ছেন সেঞ্চুরিয়ান মুশফিক। ফিফটির দেখা পেয়েছেন লিটন দাস। ৫৮ রান নিয়ে মুশফিককে সঙ্গ দিয়ে যাচ্ছেন তিনি। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রিন একাই নিয়েছেন ৪টি উইকেট।
তার আগে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। প্রথম দিন শেষে মুশফিক ৯৯ রানে আর লিটন দাস ৪৭ রানে অপরাজিত থেকে যান।