হোম > খেলা

দেম্বেলে ম্যাজিকে শীর্ষে পিএসজি

ফরাসি লিগ ওয়ান

স্পোর্টস রিপোর্টার

মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়ালেন উসমান দেম্বেলে। ফরাসি এই তারকা উপহার দিলেন জোড়া গোল। তার ফুটবল ম্যাজিকে অনায়াস এক জয় পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অতিথি প্রতিপক্ষ লিলকে ৩-০ গোলে ধরাশায়ী করে ফরাসি লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে উঠে গেছে পিএসজি।

নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে লড়াইয়ের শুরু থেকেই মাঠে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কোচ লুইস এনরিকের শিষ্যরা। তাইতো গোলের দেখা পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৩ মিনিটের মাথায় পিএসজিকে লিড এনে দেন দেম্বেলে। মাঝমাঠ থেকে আক্রমণ রচনা করে ওপরে ওঠেন ফরাসি এই ফরোয়ার্ড। ২০ গজ দূর থেকে নিচু শটে বল লিলের জালে জড়িয়ে দেন।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্রনাট্য বদলায়নি। আক্রমণাত্মক কৌশলে খেলেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে যায় পিএসজি। লড়াইয়ের ৬৪ মিনিটে বক্সের ভেতর থেকে দর্শনীয় এক চিপ শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন দেম্বেলে। স্বাগতিকরা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। চলতি মৌসুমে লিগে ২৮ বছরের দেম্বেল পেলেন পঞ্চম গোল। আর সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ২২ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়াল আটে।

দুই গোলে লিড নিয়েও যেন মন ভরেনি পিএসজির। শেষে জয়ের ব্যবধান আরো এক ধাপ বাড়িয়ে নেয় তারা। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে লিলের ডিফেন্স ভুল করে বসে। সে সুযোগ কাজে লাগিয়ে দলকে তৃতীয় গোল এনে দেন বদলি হিসেবে মাঠে নামা ব্র্যাডলি বারকোলা। তাতে ৩-০ গোলে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে পিএসজির ফুটবলাররা। এ জয়ে ১৮ ম্যাচে ১৩ জয়, তিন ড্র আর দুই হারে পিএসজির সংগ্রহ দাঁড়িয়েছে ৪২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্টের পুঁজি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লেন্স।

দেম্বেলের দারুণ পারফরম্যান্সও পিএসজি কোচ লুইস এনরিকের মন জয় করতে পারেনি । লড়াই শেষে বললেন তেমনটাই- ‘সবাই বলবে উসমানই সেরা খেলোয়াড়। কিন্তু আমার কাছে এখনো তা নয়। আক্রমণের পাশাপাশি রক্ষণাত্মক দিকেও তার আরো অবদান দরকার।’ ট্রেবলজয়ী কোচ সঙ্গে আরো যোগ করেন, ‘আমাদের এমন একজন খেলোয়াড় দরকার, যার মধ্যে ডিফেন্স করার মানসিকতাও থাকবে। সে এটা গত বছর দেখিয়েছিল, এ বছরও ধরে রাখতে হবে।’

পিএসজি আগামী ম্যাচ খেলবে চ্যাম্পিয়নস লিগে। ইউরোপিয়ান ম্যাচে আগামী বুধবার পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিকে মোকাবিলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সিদ্ধান্তহীন দ্বিতীয় দফার বৈঠক, হয়েছে গ্রুপ বদলের আলোচনাও

টিভির পর্দায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচসহ আরও যত খেলা

বিশ্বকাপের ৩৩০টি টিকিট পাচ্ছে বাফুফে

২৩২ বছর পর নতুন বিশ্বরেকর্ড

নারী লিগে শামসুন্নাহারের ‘শো’

রংপুর-রাজশাহীর জয়

বাংলাদেশ-ভুটানের পয়েন্ট ভাগাভাগি

হারে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ডার্বিতে ম্যানইউ'র চমক, জয়ে ফিরল রিয়াল

বিপিএলে প্লে অফ নিশ্চিত করল রংপুর