হোম > খেলা

ভিনিসিয়াসের গোলে বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

টানা হার এবং ড্রয়ে বিপর্যস্ত ছিল ব্রাজিল। সেই সঙ্গে বিশ্বকাপের টিকিট পাওয়ার অপেক্ষাটাও বাড়ছিল তাদের। অবশেষ সব অপেক্ষা ফুরাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিদের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (১১ মে) প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাতেই আর্জেন্টিনার পর ল্যাটিন আমেরিকার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট হাতে পেয়েছে ব্রাজিল।

প্যারাগুয়েকে হারিয়ে ল্যাটিন আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। সাত জয়ের বিপরীতে পাঁচটিতে হেরেছে ব্রাজিল। বাকি চার ম্যাচে পয়েন্ট ভাগ করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ৩৫ পয়েন্ট।

টানা দুই ম্যাচ পর জয়ের দেখা পেল ব্রাজিল। এর আগে সবশেষ গত মার্চে কলম্বিয়াকে হারিয়েছিল তারা। এরপর আর্জেন্টিনার কাছে হেরে যায় ব্রাজিল। আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে পয়েন্ট ভাগ করেছিল ইতিহাসের সফলতম দলটি।

সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় প্যারাগুয়ের বিপক্ষে দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় বারবার হতাশ হতে হয় স্বাগতিকদের। সুযোগ নষ্টের ভীড়ে ৪৪ মিনিটে জয়সূচক গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। কুনহার কাটব্যাক থেকে জালে বল জড়ান রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার।

ব্রাজিলের কোচ হিসেবে দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেলেন কার্লো আনচেলত্তি। এর আগে গত ৬ জুন ডাগআউটে তার অভিষেক ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করে ব্রাজিল।

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই