হোম > খেলা

বৃথা গেল রোনালদোর জোড়া গোল

স্পোর্টস ডেস্ক

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো এগিয়ে চলছেন নিজের গতিতে। ৪০ পেরোলেও এখনও মাঠে তার নিবেদন শতভাগ। নিয়মিত গোল করে দলের জয়ের নায়ক বনে যাচ্ছেন পর্তুগালের এই তারকা ফুটবলার।

সম্প্রতি স্বদেশী ক্লাব রিও আভের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকের দেখা পান রোনালদো। দুই দিনের ব্যবধানে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে দুইবার জালে বল জড়ালেন। যদিও জোড়া গোল করেও আল নাসরকে রক্ষা করতে পারেননি সিআরসেভেন। স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাবটির কাছে ৩-২ ব্যবধানে হেরেছে সৌদি প্রো লিগের প্রতিনিধিরা।

ইউডি স্টেডিয়ামে আল নাসর বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে নেতৃত্ব দিয়েছে আলমেরিয়া। ৪৬ শতাংশ বল দখলে রেখে স্বাগতিকদের নেওয়া ১৭ শটের মধ্যে ১১টি লক্ষ্যে ছিল। আল নাসর গোলরক্ষক নাওয়াফ আলাকিডির দৃঢ়তার কারণে জয়ের ব্যবধান বড় করতে পারেনি আলমেরিয়া।

প্রতিপক্ষের মাঠে হারলেও ম্যাচের ৪২ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল আল নাসর। এরপর ঘুরে দাঁড়িয়ে দুই গোল করে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটে সার্জিও আরিবাসের কল্যাণে লিড নেয় তারা।

১১ মিনিট পর আল নাসরকে ম্যাচে ফেরান রোনালদো। সাদিও মানের কাছ থেকে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন এই ফরোয়ার্ড। ৩৯ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান বাড়ান রোনালদো। ৪৩ মিনিটে আদ্রি এমবারবার গোলে সমতা টানে আলমেরিয়া। ৬৩ মিনিটে আলমেরিয়ার হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন এই উইঙ্গার।

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই