হোম > খেলা

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাকেরকে পাবে তো বাংলাদেশ?

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে চাইলে রোববার (১৩ জুলাই) দ্বিতীয় ম্যাচে জিততেই হবে সফরকারীদের। আসন্ন ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। যেখানে সবার আগে উঠে আসছে জাকের আলী অনিকের নাম।

ইনজুরির কারণে প্রথম টি-টোয়েন্টিতে জাকেরকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। সিরিজ বাঁচানোর মিশনে নামার আগে এই উইকেটরক্ষক ব্যাটার ইনজুরি থেকে সেরে উঠেছেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। যদিও কেবল সুস্থ হয়ে উঠলেই জাকেরের একাদশে ফেরা নিশ্চিত নয়। পিচ এবং টিম কম্বিনেশনের সঙ্গে মিলে গেলেই কেবল ফিরতে পারবেন জাকের। নাহয় দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সাইড বেঞ্চ গরম করতে হবে তাকে।

জাকের প্রসঙ্গে সিমন্স বলেন, ‘ওয়ানডে সিরিজের শেষদিকে জাকের ইনজুরড হয়। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে তাকে আবারও পর্যবেক্ষণ করা হবে। তারপর সিদ্ধান্ত নিব তাকে একাদশে নেওয়া যায় কিনা। আমরা মাঠ এবং উইকেট দেখব। প্রথম ম্যাচের একাদশই খেলানো হবে নাকি পরিবর্তন আসবে-ি সব দেখার পর সে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওপেনার নিয়ে খেলেছে বাংলাদেশ। এজন্য তিনে ব্যাট করতে নামেন লিটন কুমার দাস। অন্যদিকে নাঈম শেখ খেলেছেন চারে। টি-টোয়েন্টির বিবেচনায় এটাকে অস্বাভাবিক মনে করছেন না সিমন্স, ‘খেয়াল করলেই দেখবেন এই সংস্করণের ক্রিকেটে অনেকে ওপেন করতে নামে। আবার অনেকেই ৫ কিংবা ৫ নম্বরে ব্যাট করতে নামে। আসল কথা হলো মানিয়ে নেওয়া। জাকের ইনজুরড থাকায় আমরা এই পথে হেঁটেছি।’

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার