হোম > খেলা

সেমিফাইনালেও চেলসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব

স্পোর্টস ডেস্ক

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলো যেন চেলসির পিছু ছাড়ছে না। গ্রুপ পর্বে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর কাছে হেরেছিল চেলসি। শেষ আটের ম্যাচেও তাদের চ্যালেঞ্জ জানায় আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। যদিও নিজেদের ভুলে শেষ পর্যন্ত পেরে উঠেনি তারা। পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেছে চেলসি।

সেমিফাইনালেও চেলসির প্রতিপক্ষ আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। ফাইনালে উঠার মিশনে আগামী ৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি।

লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে ৮২ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিল দুই দলের খেলা। কিন্তু পরের মিনিটেই ভুল করে বসে পালমেইরাস। আত্মঘাতী গোলে নিজেদের সর্বনাশ ডেকে আনে তারা। সেই গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

ম্যাচে একচেটিয়া আধিপত্য ছিল চেলসির। ৬৩ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলমুখে তাদের নেওয়া ১৯ শটের মধ্যে ছয়টি লক্ষ্যে ছিল। কিন্তু আক্রমণের মতো গোলমুখে সেভাবে কার্যকর ছিল না জায়ান্টদের ফরওয়ার্ডরা। বিপরীতে ম্যাচজুড়ে রক্ষণে মনোযোগ দেওয়া পালমেইরাস প্রতি আক্রমণে চেলসি শিবিরে বেশ ভীতি ছড়িয়েছে। ৭ শট নিয়ে দুটি লক্ষ্য রাখতে সক্ষম হয় তারা। এর মধ্যে একবার প্রতিপক্ষের জালে বল জড়ায় ক্লাবটি।

ম্যাচের ১৬তম মিনিটে এগিয়ে যায় চেলসি। ট্রেভো চালোবাহর পাস থেকে ঠিকানা খুঁজে নেন কোল পালমার। এই লিড ধরে রেখে প্রথমার্ধের খেলা শেষ করে জায়ান্টরা। ৫৩ মিনিটে এস্তেভাও উইলিয়ান পালমেইরাসকে ম্যাচে ফেরান। কিন্তু ৮৩ মিনিটে অগাস্তিন গিয়াইয়ের ওই ভুল। মালো গুস্তোর শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান পালমেইরাসের এই আর্জেন্টাইন রাইট ব্যাক।

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার