হোম > খেলা

তবুও দল নিয়ে গর্বিত অধিনায়ক জ্যোতি

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের মেয়েরা শেষ পর্যন্ত লড়াই করে গেছে। দুরন্ত বোলিংয়ে প্রোটিয়াদের ৫ উইকেট ফেলে দিয়েছিল দলীয় ৭৮ রানে। দলীয় ১৯৮ রানে তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকার ৭ উইকেট। কিন্তু ডি ক্লার্ককে সাজঘরে ফেরাতে পারেনি। লং-অফে ক্যাচ তুলে দিয়েছিলেন ডি ক্লার্ক। কিন্তু দারুণ সুযোগ পেয়েও ক্যাচটি লুফে নিতে পারেননি স্বর্ণা আক্তার। গুরুত্বপূর্ণ ক্যাচ মিসেই ম্যাচের চিত্রনাট্য পাল্টে গেছে পুরোপুরি। নিশ্চিত জয় থেকেও বঞ্চিত হয়েছে দেশের মেয়েরা।

লড়াই করে হারায় দলের পারফরম্যান্সে গর্বিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ‘শেষ বল পর্যন্ত আমরা যেভাবে লড়াই করেছি তাতে সত্যিই গর্বিত আমি। মেয়েরা অনেক তরুণ। আমরা প্রতিটি রানের জন্য লড়াই করি, আমরা খুব আবেগপ্রবণ। তাই শেখার জন্য দুর্দান্ত এক লড়াই ছিল এটি।’ নিজেদের ব্যাটিং নিয়ে জ্যোতি যোগ করেন, ‘পাওয়ারপ্লেতে আমরা শুরুর দিকে উইকেট হারিয়ে ফেলেছি। যে কারণে আমরা একটি পার্টনারশিপ চেয়েছিলাম। হয়তো আমরা ১০-১৫ রান কম করে ফেলেছিলাম।’

স্বর্ণার স্তুতি গেয়েছেন অধিনায়ক, ‘আমি অনেক দিন ধরে তার সম্পর্কে কথা বলছি। সে যেভাবে ব্যাট করেছে, তা আমরা সত্যিই উপভোগ করেছি। সে দেখিয়ে দিয়েছে আমাদের কীভাবে ব্যাট করা উচিত।’ বোলিং নিয়ে হতাশার কথা জানালেন জ্যোতি, ‘আমরা সঠিক লেন্থে বল রাখতে চেয়েছি। হয়তো আমরা পারিনি। কিন্তু আমাদের মনোবল দৃঢ় ছিল। আমরা দল হিসেবে খুব তরুণ। কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি।’

দলের পারফরম্যান্স নিয়ে যারপরনাই খুশি জ্যোতি, ‘আমরা যা করেছি, তা নিয়ে গর্বিত। আমাদের আরও তিনটি খেলা বাকি। আমরা যেভাবে খেলেছি তা মাঝখানে প্রতিপক্ষের জন্য লড়াইটা কঠিন করে দিয়েছিল।’

জার্নি টু বিপিএল ভায়া টেপ টেনিস

বিশ্বকাপে কবে কখন মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা

কেমন হলো আর্জেন্টিনার গ্রুপ

মেসির জোড়া অ্যাসিস্টে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মিয়ামি

টিভিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ব্রিসবেন টেস্টসহ আরও যত খেলা

রেকর্ডের বুকে ক্রাইস্টচার্চে

অবশেষে হার মানল আর্সেনাল

ব্রিসবেনেও বিধ্বস্ত ইংল্যান্ড, বিস্ময় ছড়াচ্ছেন স্টার্ক

ফিট নেইমারকেই চান আনচেলত্তি

আন্দ্রে রাসেলের তিন কীর্তি