হোম > খেলা > ক্রিকেট

সিদ্ধান্তহীন দ্বিতীয় দফার বৈঠক, হয়েছে গ্রুপ বদলের আলোচনাও

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল আছে বিসিবি। এর মধ্যেই দুই দফায় বাংলাদেশ দলের বিশ্বকাপ ভাগ্য নিয়ে আইসিসির সঙ্গে হয়েছে বিসিবির বৈঠক। তবে এখনো আসেনি কোনো ফলাফল। দ্বিতীয় দফার বৈঠকে কোনো আলোচনা না হলেও ফের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি লজিস্টিক ঝামেলা কমাতে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের প্রস্তাব করেছে বিসিবি।

এর আগে অনলাইন বৈঠকে আইসিসির সঙ্গে আলোচনা করলেও হয়নি কোনো সিদ্ধান্ত। এরপরেই বাংলাদেশে আসে আইসিসির প্রতিনিধি দল। দুই প্রতিনিধির মধ্যে একজন আসতে পারেননি ভিসা জটিলতায়। সশরীরে বিসিবির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন আরেক প্রতিনিধি অ্যান্ড্রু এপগ্রেভ। আর অনলাইনে এই বৈঠকে যুক্ত ছিলেন ভিসা জটিলতায় আসতে না পারা গৌরব সাক্সেনা।

বৈঠকে ফের আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায় বিসিবি। তাতে স্পষ্ট ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে বিসিবি এখনো অটল আছে। সভায় ক্রিকেটার, কোচিং স্টাফের পাশাপাশি খেলা উপভোগ করতে যাওয়া সমর্থক ও কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তার কথাও বিবেচনা করে এই অনুরোধ করা হয়েছে বলে জানায় বিসিবি।

বেশ গঠনমূলক ও পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এই আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে বিসিবির বিবৃতিতে। আইসিসির সঙ্গে এই বৈঠকে বিসিবির প্রতিনিধি হিসেবে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহসভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বিসিবি এই সভায় নিজেদের সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা শঙ্কা নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থানের কথাও স্পষ্ট করে তুলে ধরে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ দল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই গ্রুপের সব খেলা ভারতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিশ্বকাপের আরেক সহ-আয়োজক শ্রীলঙ্কার গ্রুপ ‘বি’ এর সব খেলা অনুষ্ঠিত হবে লঙ্কার মাটিতে। ‘বি’ গ্রুপের কোনো দলের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করা যায় কি না সে বিষয়েও চিন্তাভাবনার অনুরোধ জানায় বিসিবি। এতে লজিস্টিক সমস্যাগুলো অনেক কমে আসবে বলেও মনে করে বিসিবি।

আইসিসির সঙ্গে দুই দফার বৈঠকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় এই আলোচনা চলমান থাকবে বলেও জানায় বিসিবি। তবে কবে নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেটা এখনো নিশ্চিত নয়।

রংপুর-রাজশাহীর জয়

উত্তেজনা ছড়ালো সিলেট-রাজশাহী

আরো যে পাঁচ দাবি ক্রিকেটারদের