হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে বিস্ফোরণ, নিহত ২, নিখোঁজ ৫

আমার দেশ অনলাইন

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। রাজ্যের গভর্নর জোশ শাপিরো এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়ার উত্তরে বাকস কাউন্টির সিলভার লেক নামের একটি নার্সিং হোমে মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণটি ঘটতে পারে।

বিস্ফোরণের ফলে নার্সিং হোমটির একটি বড় অংশ ধসে পড়ে এবং আগুনে পোড়া ধ্বংসস্তূপের নিচে একাধিক ব্যক্তি আটকা পড়েন। গভর্নর শাপিরো এক সংবাদ সম্মেলনে জানান, “এই ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।”

উদ্ধার তৎপরতায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় দমকলকর্মী ও পুলিশ সদস্যদের প্রশংসা করেন গভর্নর। তিনি জানান, দমকলকর্মীরা উদ্ধার করা বাসিন্দাদের পুলিশের কাছে হস্তান্তর করেন এবং পুলিশ সদস্যরা তাদের কাঁধে করে নিরাপদ স্থানে নিয়ে যান।

ব্রিস্টল টাউনশিপের দমকল প্রধান কেভিন ডিপোলিটো জানান, ঘটনাস্থলে পৌঁছানোর সময় দমকলকর্মীরা তীব্র গ্যাসের গন্ধ পান। তিনি বলেন, বিস্ফোরণে ভবনটির ব্যাপক ক্ষতি হয়, প্রথম তলার অংশ বেসমেন্টে ধসে পড়ে এবং এতে অনেক মানুষ আটকে যান।

ডিপোলিটোর ভাষ্য অনুযায়ী, জানালা, দরজা, সিঁড়ির ফাঁক ও লিফট থেকে বহু ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন এবং ভবন পুরোপুরি তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানান তিনি।

গভর্নর শাপিরো আরও জানান, প্রতিষ্ঠানটির নতুন মালিক চলতি মাসেই দায়িত্ব নিয়েছেন। এর আগে গত ১০ ডিসেম্বর পেনসিলভানিয়ার স্বাস্থ্য পরিদর্শকরা নার্সিং হোমটি পরিদর্শন করে কর্মীদের সঙ্গে মানোন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করেছিলেন।

এসআর

ভারতের অরুণাচল প্রদেশ দখল করতে চায় চীন

সরকারের সমালোচনা, ইসলামে ধর্মান্তরিত বিবিসি-সিএনএনের সেই সাংবাদিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আজও বাংলাদেশ বিরোধী বিক্ষোভ

ভারতে মুসলিম ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা

তাইওয়ানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

সংস্কৃতির সকল অঙ্গন থেকেই ইসরাইলকে নিষিদ্ধের দাবি আইরিশ কার্টুনিস্টের

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনে গভীর হচ্ছে মানবিক সংকট: জাতিসংঘ

ভারতে লক্ষাধিক টাকার বাংলাদেশি নোট উদ্ধার

২০২৫ ছিল তুরস্কের দীর্ঘমেয়াদি কৌশলের সফলতার বছর

চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রাশিয়ার