জাতিসংঘে প্রস্তাব পাস
সিরিয়ার গোলান মালভূমিতে ইসরাইলের দখলদারিত্বকে ‘অবৈধ’ ঘোষণা করে প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। পাশাপাশি প্রস্তাবে সেখান থেকে ইসরাইলি বসতি ও সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। মিশর এই প্রস্তাব উত্থাপণ করে। খবর আল জাজিরার।
প্রস্তাবের পক্ষে ১২৩টি, বিপক্ষে সাতটি এবং ভোটদানে বিরত থাকে ৪১টি দেশ। এতে ক্ষোভ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি অভিযোগ করে বলেন, জাতিসংঘ বাস্তবতা থেকে ‘বিচ্ছিন্ন’।
১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে এবং পরে অবৈধভাবে এলাকাটি সংযুক্ত করে। এর স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, তবে বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের এ পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে।
সিরিয়ার দখল করা গোলান মালভূমিতে ইসরাইল ৩০টিরও বেশি অবৈধ বসতি স্থাপন করেছে, যেখানে ২৫ হাজারের বেশি ইহুদি ইসরাইলি বাস করে। গত বছর বাশার আল-আসাদের পতনের পর অধিকৃত অঞ্চল এবং সিরিয়ার বাকি অংশের মধ্যে প্রতিষ্ঠিত জাতিসংঘের বাফার জোনও দখল করে ইসরাইল।
আরএ