হোম > বিশ্ব

গাজা যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের প্রধান নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ইয়েমেনে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত স্টিভেন ফ্যাগিনকে গাজা যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের বেসামরিক প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর ও টেকসইভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই নিয়োগ দেয় দেশটি।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

‍যুক্তরাষ্টের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ২০২২ সাল থেকে ইয়েমেনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী ফ্যাগিন গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখতে মার্কিন ও মিত্র সামরিক কর্মকর্তাদের প্রচেষ্টা সমন্বয় করবেন। এই কেন্দ্রটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে প্রতিষ্ঠিত হয়েছে।

ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে প্রায় ৫৬ কিলোমিটার দক্ষিণে কিরিয়াত গাটে শুক্রবার কেন্দ্রটি পরিদর্শন করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কেন্দ্রটি যুদ্ধবিরতি বাস্তবায়নে “সুস্থ আশাবাদ” তৈরি করছে। এছাড়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারাও সম্প্রতি কেন্দ্রটি পরিদর্শন করেছেন, যা চুক্তির প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ ১০ অক্টোবর সম্পন্ন হয়। এতে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়া হয়। পরিকল্পনায় গাজার পুনর্গঠন এবং হামাসবিহীন নতুন প্রশাসন প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতির আগে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে গাজায় ৬৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। ফলে অঞ্চলটি কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

গাজা ৬১ মিলিয়ন টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে

ট্রাম্পকে এড়াতেই মোদির মালয়েশিয়া সফর বাতিল

মুসলিম বিশ্বে পাকিস্তানের অবদানের প্রশংসা করে যা বললেন সিসি

আবারও প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা কমলা হ্যারিসের

যুদ্ধবিরতির পরও গাজায় ৯৩ জনকে হত্যা করেছে ইসরাইল

ইতালিতে যাজকদের যৌন নিপীড়নের শিকার ৪৪০০ মানুষ

আদানিকে বাঁচাতে গোপনে ৩.৯ বিলিয়ন ডলার দেয়ার পরিকল্পনা মোদির

বিয়েতে যাওয়া বরকে ধরে নিয়ে গেল ইসরাইলি সেনারা

থাইল্যান্ডের সাবেক রানির মৃত্যু

কলম্বিয়ার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা