হোম > বিশ্ব

ভারতে বড়দিনে খ্রিস্টানদের ওপর ৬০টির বেশি হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের বিভিন্ন স্থানে বড়দিনে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলা হয়েছে বলে জানিয়েছে অলাভজনক প্রতিষ্ঠান ওপেন ডোর্স। বিভিন্ন গির্জায় ভাংচুর, বড়দিনের সাজসজ্জা নষ্ট করে দেয়া এবং বড়দিনের উৎসব পালন করতে থাকা লোকজনকে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।

বড়দিনের মৌসুমে খ্রিস্টানদের ওপর সুনির্দিষ্টভাবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো আক্রমণের নিন্দা জানিয়েছে ভারতের ক্যাথলিক বিশপ’স কনফারেন্স।

সংগঠনটি জানিয়েছে, ভারতজুড়ে বেশ কয়েকটি রাজ্যে বড়দিন এবং এর আগে ‘ক্রিস্টমাস ক্যারল’ গায়ক-গায়িকাদের ওপর, গির্জায় ধর্মীয় সভায় কিংবা বড়দিনের অনুষ্ঠানে বাধা দিয়েছে ও হেনস্তা করেছে।

মানবাধিকার সংগঠনগুলো এসব অভিযোগের পাশাপাশি বিভিন্ন গির্জায় ভাংচুর, বড়দিনের সাজসজ্জা নষ্ট করে দেয়া এবং বড়দিনের উৎসব পালন করতে থাকা মানুষকে হুমকি দেয়ার ঘটনার প্রতিবেদনও তুলে এনেছে।

অলাভজনক প্রতিষ্ঠান ওপেন ডোর্সের প্রতিবেদনে বলা হয়, শুধু বড়দিনের সময়েই ভারতজুড়ে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি আক্রমণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনার মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা জুগিয়েছে যেগুলো, তার মধ্যে একটি মধ্য প্রদেশের জাবালপুরের, যেখানে বড়দিনের উৎসবে যোগ দেওয়া এক দৃষ্টিশক্তিহীন খ্রিস্টান নারীকে হেনস্তা ও মারধোর করতে দেখা যায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় নেত্রী আঞ্জু ভারঘাভাকে। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে গেলে সাধারণ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিরোধী দল কংগ্রেস এটিকে বলছে ‘বর্বরতা ও নির্মমতার উদাহরণ।’ চারিদিকে সমালোচনার পর স্থানীয় বিজেপি ভারঘাভাকে শো-কজ নোটিশ দিয়েছে। ভারঘাভা অবশ্য কোনো ভুল করেননি দাবি করেছেন। পুলিশ বলছে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ দায়ের করেনি কেউ।

উড়িষ্যা ও দিল্লির আরও দুটি ঘটনার ভিডিওতে দেখা যায়, কোথাও সান্তা ক্লজের ক্যাপ বিক্রি করা ব্যক্তিদের হেনস্তা করছেন একদল উগ্র হিন্দুত্ববাদী যুবক, কোথাও বড়দিনের সাজে থাকা নারীদের হেনস্তা করা হচ্ছে। দুই ক্ষেত্রেই বড়দিন উপদযাপনকারীদের ওপর ‘হিন্দু দেশে’ খ্রিস্টান ধর্মের প্রচারণার অভিযোগ তুলেছে উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা। কিছু কিছু ক্ষেত্রে এমন আগ্রাসন চালানোর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা উগ্রপন্থী হিন্দুত্ববাদী মব তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে।

ক্যাথলিক বিশপস’ কনফারেন্স এ ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনি কড়াকড়ি আরোপ এবং খ্রিস্টধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছে, যাতে তাঁরা শান্তিপূর্ণভাবে বড়দিন উদ্‌যাপন করতে পারেন। সংগঠনটি বলেছে, উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের এসব কর্মকান্ড স্বাধীনভাবে ধর্ম পালনের সাংবিধানিক অধিকার খর্ব করছে।

খ্রিস্টানসহ সংখ্যালঘুদের আইনি অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছরে ভারতে খ্রিস্টানদের ওপর অন্তত ৬০০টি আক্রমণ হয়েছে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

যুদ্ধবিধ্বস্ত গাজায় ১৭০ চিকিৎসকের স্নাতক সম্পন্ন

যে অভিযোগে দোষী সাব্যস্ত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু নিয়ে যা জানা গেলো

রুশ তেল শোধনাগারে ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাত : ইউক্রেন

সাবেক প্রেসিডেন্টের ১০ বছরের কারাদণ্ড চায় দক্ষিণ কোরিয়ার প্রসিকিউশন

আতঙ্কের ছায়ায় ভারতে বড়দিন উদযাপন, একাধিক রাজ্যে হুমকির অভিযোগ

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত সংঘর্ষে নিহত ৩

তাজমহল আগে মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর

পশ্চিম তীরে এক সপ্তাহে ইসরাইলি হামলায় ৭০ লাখ ডলারের ক্ষতি

ইসরাইল কখনো গাজা ছেড়ে যাবে না: কাৎজ