হোম > বিশ্ব

ট্রাম্প কি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার উপায় খুঁজছেন

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

মার্কিন ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তবে তিনি তৃতীয় মেয়াদের জন্য লড়বেন কিনা তা স্পষ্ট করেননি। সোমবার মালয়েশিয়া থেকে টোকিও যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেন। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেছেন, তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করতে তিনি ‘পছন্দ করবেন’। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী তৃতীয়বারের মতো তিনি দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী ট্রাম্প জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেন।

৭৯ বছর বয়সী ট্রাম্প এরআগেও নির্ধারিত দুই মেয়াদের বাইরেও দায়িত্ব পালনের ইঙ্গিত দিয়েছিলেন। এক সমাবেশে এ নিয়ে রসিকতা করেন তিনি। সমর্থকদের ‘ট্রাম্প-২০২৮’ লেখা টুপি দেখিয়ে জল্পনাকে উসকে দেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী এই ইঙ্গিতকে গুরুত্ব সহকারে নিয়েছেন। তৃতীয় মেয়াদের প্রেসিডেন্ট পদে লড়ার জন্য আইনি বা রাজনৈতিক পথ অনুসন্ধান করার কথা বলছেন তারা।

কেউ কেউ বলেছেন যে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার একটা উপায় হলো, ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, অন্যদিকে অন্য একজন প্রার্থী প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন এবং জয়ী হওয়ার পর পদত্যাগ করবেন, যার ফলে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হতে পারবেন ।

২০২৮ সালের নভেম্বরে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা জানতে চাইলে, সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন যে, ‘তার এটা করার সুযোগ আছে।’

তবে ট্রাম্প আরো বলেন, ‘তিনি সেই পথে যাবেন না।’

তিনি বলেন, ‘আমি এটা করব না। এটা খুব চতুর শোনায়, যা মানুষ পছন্দ করবে না। এটা ঠিকও হবে না।’

তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না, তাই তিরি ভাইস-প্রেসিডেন্ট পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কারণ মার্কিন সংবিধানের দ্বাদশ সংশোধনীতে বলা হয়েছে, ‘সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য কোনো ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট পদের জন্যও যোগ্য হবেন না।’

আরএ

অন্ধ্রপ্রদেশে আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘মোন্থা’

রাশিয়ার সহযোগিতায় যাত্রীবাহী বিমান তৈরি করবে ভারত

কালো জাদুর রাজধানী আসামের মায়ং গ্রামে কী আছে

সমাধান ছাড়াই শেষ ইস্তাম্বুলে পাক-আফগান শান্তি আলোচনা, কারণ কী

গাজা যুদ্ধবিরতির মধ্যে আবারো ইসরাইলি হামলা, নিহত ৩

ভয়াবহ ঝড়ের আঘাতে বিপর্যস্ত জ্যামাইকা

কেনিয়ায় বিমান বিধ্বস্ত, ১২ আরোহীর মৃত্যুর আশঙ্কা

চ্যাটজিপিটিকে আত্মহত্যার ইচ্ছা জানায় সপ্তাহে ১০ লাখ মানুষ

আরো এক জিম্মির লাশ ফেরত দিলো হামাস

৩০ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন