ভারতের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, উত্তর-পূর্ব রাজ্যটিতে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়ছে। তার আশঙ্কা এ সংখ্যা আর মাত্র ১০ শতাংশ বৃদ্ধি পেলে আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত’ হয়ে যাবে। মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর এনডিটিভির।
হিমন্ত বিশ্ব শর্মা আরো দাবি করেন, ‘আসামে জনসংখ্যার ৪০ শতাংশ বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এটি আরো ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হব।’ তিনি বলেন, এ কারণেই গত পাঁচ বছর ধরেই এই বিষয়টি নিয়ে সতর্ক করে আসছেন।
এনডিটিভির দাবি, চলতি মাসের শুরুতে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘বিচ্ছিন্ন’ করে রাখা এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেয়া।
ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার বিষয়ে সাম্প্রতিক সেই বক্তব্য ঘিরে এরআগেও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। তিনি বলেন, এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না। তার দাবি, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন, তাহলে দিল্লি আর বেশি দিন চুপ থাকবে না।
আরএ