যুদ্ধবিরতির পরই ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ চীনের কিংদাও শহরে পৌঁছেছেন সাংহাই শহরে। সেখানে তিনি কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রতিরক্ষা সম্মেলনে অংশ নিবেন।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী এমন সময় চীন সফর করছেন যখন পশ্চিমা বিশ্ব তার ওপর নজর রাখছে। এছাড়া ইরান-ইসরাইল যুদ্ধের পর তেহরান চাপে রয়েছে। ইরান পশ্চিমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে—তারা দৃষ্টি ঘুরিয়ে নিচ্ছে পূর্ব দিকে।
চীন ও তার আঞ্চলিক জোটের সঙ্গে সম্পর্ক আরো গভীর করছে ইরান, এমন এক সময়ে যখন পরমাণু উত্তেজনা চরমে এবং আইএইএ-এর সঙ্গে সহযোগিতা ভেঙে পড়ছে।
‘বাঙ্কার বাস্টার’ থেকে শুরু করে বেইজিংয়ের বোর্ডরুম পর্যন্ত—এই সংঘাতের পরবর্তী অধ্যায় হয়তো আর মধ্যপ্রাচ্যে নয়, গড়ে উঠবে সম্পূর্ণ নতুন একটি ভূরাজনৈতিক মানচিত্রে।