হোম > বিশ্ব

জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার জরিমানা

ট্যালকম পাউডারে ক্যানসার সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত ট্যালকম পাউডার ক্যানসার সৃষ্টি করে-এমন অভিযোগে লস অ্যাঞ্জেলেসের একটি জুরি কোম্পানিটিকে দোষী সাব্যস্ত করে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে। খবর : রয়টার্স

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মে মুর ২০২১ সালে ক্যানসারে মারা যান। একই বছর তার পরিবার জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা করে অভিযোগ আনে যে, কোম্পানির উৎপাদিত ট্যালকম পাউডার ক্যানসার সৃষ্টি করে। তাদের বেবি পাউডার ও অন্যান্য ট্যালকম পণ্য ব্যবহারের পর মে মুর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার রাতে জুরি বোর্ড রায় দেয় যে, কোম্পানিটি ১.৬ কোটি ডলার (১৬ মিলিয়ন) ক্ষতিপূরণ এবং ৯৫০ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দেবে। আদালতের নথি অনুযায়ী কোম্পানির ট্যালকম বেবি পাউডার পণ্যে অ্যাসবেস্টস ফাইবার ছিল, যা মে মুর বিরল ক্যানসার রোগের কারণ।

মুর পরিবারের আইনজীবী ট্রে ব্রানহ্যাম রায়ের পর বলেন, আমরা আশাবাদী জনসন অ্যান্ড জনসন অবশেষে এসব মৃত্যুর দায় স্বীকার করবে।

জনসন অ্যান্ড জনসনের বৈশ্বিক মামলাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেছেন, কোম্পানি অবিলম্বে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। এই রায়কে ‘চূড়ান্তভাবে বেআইনি ও অযৌক্তিক’ বলে অভিহিত করেন তিনি।

হাস আরো বলেন, মুর মামলায় বাদীপক্ষের আইনজীবীরা তথাকথিত ‘ভুয়া বিজ্ঞান’-এর ভিত্তিতে যে যুক্তি উপস্থাপন করেছেন, তা জুরির সামনে কখনোই উপস্থাপন করা উচিত ছিল না।

এই রায় আপিলের মাধ্যমে কমে যেতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের মতে, সাধারণত শাস্তিমূলক দণ্ড ক্ষতিপূরণের ৯ গুণের বেশি হওয়া উচিত নয়।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হানের ২৩ বছরের কারাদণ্ড

সিরিয়ায় ওয়াইপিজির ড্রোন হামলায় নিহত ৭

গাজা ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছেন নেতানিয়াহু

ক্যারিবীয় অঞ্চলে আরো একটি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইমরানের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টের দ্বারস্থ পিটিআই

জাপানে আগ্নেয়গিরির কাছে হেলিকপ্টার নিখোঁজ

জাতিসংঘের বিকল্প হতে পারে ‘শান্তি বোর্ড’: ট্রাম্প

হত্যার হুমকি পাওয়ায় ইরানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার সময় বাড়াল পাকিস্তান