ইরানের তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। বুধবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানান, ‘আমরা তেহরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছি, এটি এখন দূর থেকে পরিচালিত হবে।’ খবর বার্তা সংস্থা রয়টার্সের।
নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ব্রিটেনের রাষ্ট্রদূতসহ দূতাবাসের সব কনস্যুলার কর্মীকে ইরান থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন একজন ব্রিটিশ কর্মকর্তা। তিনি বলেন, কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইরান ইসলামি প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় সহিংস বিক্ষোভ মোকাবিলা করছে। সেইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।
এর আগে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ত্যাগ করার নির্দেশ দেয়। ইতালি, পোল্যান্ড, জার্মানি ও স্পেন বুধবার এ সংক্রান্ত সতর্কতা জারি করেছে।
ইরানি মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন ও অর্থনৈতিক অবস্থার অবনতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে।
আরএ