হোম > বিশ্ব

ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি, তবে কি গাজা যুদ্ধ শেষ হচ্ছে?

আতিকুর রহমান নগরী

গাজা যুদ্ধের এক টানটান মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় আংশিক সম্মতি জানিয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে করে যুদ্ধবিরতির একটি সম্ভাবনা তৈরি হলেও পুরোপুরি সংঘাতের ইতি টানবে কি না, তা নিয়ে এখনো গভীর অনিশ্চয়তা রয়েছে।

হামাস জানিয়েছে, তারা তাদের হাতে থাকা সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে রাজি। একইসঙ্গে তারা গাজা উপত্যকার প্রশাসন একটি প্রস্তাবিত স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তরের কথাও জানিয়েছে, যা পরিচালিত হবে টেকনোক্র্যাটদের মাধ্যমে। এই সিদ্ধান্ত ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য ও আরব-ইসলামী দেশগুলোর সমর্থনের ভিত্তিতে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

তবে হামাসের বিবৃতিতে নিরস্ত্রীকরণ বা ভবিষ্যতে গাজার শাসনে তাদের সম্পূর্ণ অনুপস্থিতি নিয়ে কোনো অবস্থান স্পষ্ট করা হয়নি। ফলে ট্রাম্পের প্রস্তাব কতটা অগ্রসর হবে এবং ইসরাইল এতে কতটা সাড়া দেবে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

এদিকে গত সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি মানচিত্রে দেখানো হয়েছে, ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুসরণ করলে গাজা থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে। মানচিত্র অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে গাজার প্রায় ৫৫ শতাংশ অঞ্চল ইসরাইলি বাহিনীর দখলে থাকবে। দ্বিতীয় পর্যায়ে তা কমে হবে ৪০ শতাংশ। আর চূড়ান্ত পর্যায়ে, যেখানে একটি নিরাপত্তা বাফার জোন গঠনের কথা বলা হয়েছে, তখনো গাজার ১৫ শতাংশ এলাকা ইসরাইল দখলে রাখবে।

অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সর্বশেষ মানচিত্র অনুযায়ী, গাজার প্রায় ৮০ শতাংশ এলাকা এখনো “বিপজ্জনক যুদ্ধক্ষেত্র” হিসেবে চিহ্নিত, যা সেনা প্রত্যাহার ও ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া নিয়ে সংশয় তৈরি করছে।

বিশ্লেষকরা বলছেন, হামাস এখন মূলত আলোচনার দায়টি ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাঁধে তুলে দিয়েছে। তারা আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত কি না, সেটিই এখন নির্ধারক হয়ে উঠেছে।

গাজা থেকে স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, হঠাৎ করে পরিস্থিতির মোড় ঘুরে যাওয়ায় সাধারণ মানুষ বিভ্রান্ত ও হতবাক। অনেকেই জানার চেষ্টা করছেন, যুদ্ধ কি শেষ হয়ে গেছে, নাকি এটা কোনো ভিন্ন কৌশল? দ্রুতগতির রাজনৈতিক ও সামরিক ঘটনাপ্রবাহ সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে।

সবমিলিয়ে পরিস্থিতি যতটা নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে, ততটাই গভীর হচ্ছে অনিশ্চয়তা। যুদ্ধ শেষ হবে কি না, তা এখনও নিশ্চিত নয়, তবে এটি স্পষ্ট যে গাজা যুদ্ধ এখন এক গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে।

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত

ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে পাকিস্তান সেনাবাহিনী

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইরান-তুরস্ক সমন্বয় জরুরি: আরাগচি

আকাবা উপসাগরে নোঙরে প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ

ইরানে হামলায় ভূখণ্ড-আকাশসীমা ব্যবহার করতে দেবে না আজারবাইজান

চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করলেন ট্রাম্প

পাকিস্তানে বাংলাদেশ বিমানকে সংবর্ধনা

মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী

কিউবায় তেল বিক্রি করলেই শুল্ক আরোপ: হুমকি ট্রম্পের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে যা বললেন ট্রাম্প