সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাই মিউজিয়াম অব আর্ট (ডুমা) প্রকল্পটি ঘোষণা করেছেন। দুবাই ক্রিক-এর পানির ওপর গড়ে উঠবে এই প্রকল্পটি। দুবাইয়ের শাসক আল মাকতুম জানান, “জাদুঘরটি দুবাই ক্রিকের ওপর ভেসে শহরের শিল্পময়তা আরও উজ্জ্বল করবে। এটি দুবাইয়ের সাংস্কৃতিক ও নান্দনিক বৈচিত্র্যকে প্রতিফলিত করবে এবং শহরের ল্যান্ডমার্ক ও স্থাপত্যের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করবে।”
নকশার অনন্যতায় যা থাকছে
জাদুঘরের নকশায় অনন্য নান্দনিকতা প্রকাশে, ব্যবহার করা হয়েছে দুবাইয়ের ঐতিহ্য ও চেতনার প্রতীক হিসেবে পরিচিত সমুদ্র ও মুক্তা । যেখানে জাদুঘরের বাঁকা খোলস ঘিরে থাকবে একটি বৃত্তাকার প্রদর্শনী হল। জাদুঘরের মাঝখানে একটি নলাকার খোলা জায়গা থাকবে। সেখান দিয়ে মুক্তার কোমল ঝিলিকের মতো প্রাকৃতিক আলো নিচে নেমে আসবে।
দশূনার্থীরা যা পাবেন এই জাদুঘরে
জাদুঘরের প্রথম ও দ্বিতীয় তলায় থাকবে প্রদর্শনী গ্যালারি,তৃতীয় তলায় থাকবে রেস্তোরাঁ ও ভিআইপি লাউঞ্জ। এছাড়াও জাদুঘরে থাকবে গ্রাউন্ড ও বেজমেন্ট ফ্লোর। শিল্পকর্মের প্রদর্শনীর পাশাপাশি জাদুঘরে আয়োজন করা হবে শিল্পী সংলাপ, প্যানেল আলোচনা, শিক্ষা কার্যক্রম ও আর্ট ফেয়ার।