হোম > বিশ্ব

সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে: বেনিন সরকার

আমার দেশ অনলাইন

বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস তালন।

বেনিনে একদল সৈন্য রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষমতা দখলের দাবি জানানোর পর দেশটির সশস্ত্র বাহিনী রোববার এক বিবৃতিতে জানায়, অভ্যুত্থানচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সকালেই অন্তত আটজন সৈন্য কর্নেল টিগ্রি পাস্কালের নেতৃত্বে একটি সামরিক কমিটি ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয় এবং দেশের জাতীয় প্রতিষ্ঠান বিলুপ্ত ও সংবিধান স্থগিত করার পাশাপাশি আকাশ, স্থলপথ ও সমুদ্রবন্দর বন্ধের ঘোষণা দেয়।

তবে কয়েক ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আলাসানে সাইদু জানান, বেনিনের সশস্ত্র বাহিনী অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করেছে এবং জনগণকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আজাদি বলছেন, সৈন্যদের “ছোট একটি দল” সরকার উৎখাতের চেষ্টা করেছিল, তবে প্রেসিডেন্ট প্যাট্রিস তালনের অনুগত বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

রোববার সকালে দেশটির অর্থনৈতিক কেন্দ্র কটোনুর বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যায়, এবং ফরাসি দূতাবাস ফেসবুকে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দেয়।

বেনিনে এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার প্রস্তুতির সময় এই ঘটনা ঘটে। তালন ২০১৬ সাল থেকে ক্ষমতায় আছেন এবং আগামী নির্বাচনে দায়িত্ব শেষ করার কথা রয়েছে। ক্ষমতাসীন জোটের প্রার্থী হিসেবে অর্থমন্ত্রী রোমুয়াল্ড ওয়াদাগনিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সৈন্যদের টেলিভিশনে দেওয়া বিবৃতিতে উত্তর বেনিনের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হিসেবে তুলে ধরা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে সম্প্রতি জঙ্গি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোতেও অস্থিরতা বাড়াচ্ছে। এ ছাড়া গত মাসে নতুন সংবিধান চালু করা হয়েছে, যা প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করেছে। সমালোচকরা মনে করেন, এটি ক্ষমতাসীন জোটের ক্ষমতা ধরে রাখার চেষ্টা হিসেবে এসেছে।

এসআর

২ দিনের রাষ্ট্রীয় সফরে ইসলামাবাদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্তো

দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করছে ভারতের ‘নিউ নরমাল’ নীতি

ভারতের উস্কানিমূলক বক্তব্যের কড়া জবাব পাকিস্তানের

পুতিনকে নিয়ে আসাদের কথোপকথনের ভিডিও ফাঁস

যে কারণে জেলেনস্কির প্রতি হতাশ ট্রাম্প

ল্যুভর জাদুঘরে পানি পড়ে নষ্ট কয়েকশ মিশরীয় শিল্পকর্ম

ভারতে ট্রাম্পের নামে রাস্তা করা নিয়ে বিতর্ক

সিরিয়ায় আসাদ পতনের বর্ষপূতিতে আনন্দ-উল্লাস

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-ইসরাইল-কাতারের গোপন বৈঠক

সিরিয়ার দখল করা ভূখণ্ড ছাড়বে না ইসরাইল: নেতানিয়াহু