হোম > বিশ্ব

যে কারণে বিমান বিক্রি কমালো এয়ারবাস

আমার দেশ অনলাইন

ছবি সংগৃহীত।

বিমান তৈরিকারক প্রতিষ্ঠান এয়ারবাস ২০২৫ সালের বাণিজ্যিক বিমান সরবরাহের লক্ষ্যমাত্রা কমিয়ে প্রায় ৭৯০-এ নামিয়েছে। এর আগে এ সংখ্যা ছিল ৮২০। কোম্পানিটি জানিয়েছে, তাদের এ৩২০ সিরিজের বিমানের ফিউজলাজ প্যানেলে গুরুতর মানগত ত্রুটি শনাক্ত হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, কোম্পানির ইঞ্জিনিয়াররা সাম্প্রতিক পরিদর্শনে এ৩২০ বিমানের সামনের অংশের ধাতব প্যানেলে পুরুত্ব সংক্রান্ত ত্রুটি খুঁজে পেয়েছেন। এ সমস্যার কারণে মোট ৬২৮টি বিমানের পরিদর্শন প্রয়োজন হবে বলে একটি প্রেজেন্টেশনে জানানো হয়েছে, যার মধ্যে ১৬৮টি ইতিমধ্যে সেবায় রয়েছে। বাকি ২৪৫টি অ্যাসেম্বলি লাইনে এবং আরও ২১৫টি মেজর কম্পোনেন্ট অ্যাসেম্বলি পর্যায়ে রয়েছে। শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অ্যাসেম্বলি লাইনের প্রায় ১০০টি বিমান চলতি বছরেই ডেলিভারির জন্য নির্ধারিত ছিল।

এছাড়া বিমানের পেছনের অংশসহ বিভিন্ন জায়গায় একই ধরনের ত্রুটি পাওয়া গেছে, যদিও সেগুলোর কোনোটিই বর্তমানে সেবায় থাকা বিমানে নেই। এয়ারবাস জানিয়েছে, উৎপাদনাধীন ও সেবায় থাকা—উভয় ধরনের বিমানে এই সমস্যা থাকতে পারে, তাই দ্রতই এয়ারলাইনগুলোকে পরিদর্শন নির্দেশনা পাঠানো হবে।

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা